মনের খোঁজে
লিখেছেন লিখেছেন মোস্তাফিজ ফরায়েজী জেরী ২৪ আগস্ট, ২০১৪, ০৬:৩৫:৩২ সন্ধ্যা
পাই না তোকে খুঁজে।
তোকে খুঁজি খাঁ খাঁ রোদে,
ঝড় বাদলে,
খাঁচার মাঝে।
অলি গলি
ফুলের কলি,
সবখানেতে তুই যে র'লি।
তুই যে আমার আপন প্রিয়
জানিস কি তুই, খুঁজিস মোরে?
বিষয়: সাহিত্য
৯৪৩ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তোমায় খুঁজি জেরি
কিন্তু যে করেছি দেরি
খুঁজি তারে আমি আপনায়-"
নিজের মাঝে খুঁজুন- পেয়ে যাবেন
তিনি আপনার সাথেই আছেন-
মন্তব্য করতে লগইন করুন