নাৎসী কবিতা

লিখেছেন লিখেছেন মোস্তাফিজ ফরায়েজী জেরী ১৫ জুলাই, ২০১৪, ১২:৩১:৪৩ দুপুর



অনেক ক'টি গ্রীষ্ম, বর্ষা, শীত পার করেছি

বসেছি পৃষ্ঠা কলম হাতে,

অথবা টাচ স্ক্রিনে করেছি শত শত মৃদ্যু স্পর্শ,

অথবা মনের এপাশ ওপাশ ছুঁয়েছে অনুভুতির নাচন,

প্রেমাবেগ ভাবাবেগ একেকবার আমাকে করেছে দংশন,

এমনকি রাজনীতির কালশাপ নিয়েছে শত শত কংকাল,

অথবা দ্রব্যমুল্য বেড়েছে ফনা তুলে,

তবু একটি লাইন একটি কবিতা বের হয় নি পৃষ্ঠা ফুড়ে, কিংবা স্ক্রিনের পর্দায়,

অথচ আশ্চর্য ! আজ আমি লিখছি চরনের পর চরন,

একের পর এক শিশুর রক্ত দিয়ে, নারীর রক্ত দিয়ে

লিখে চলেছি।

বড্ড প্রশ্ন জাগে তাই,

তবে আমার কবিতাও কি রক্ত খায়

ইজরাইলী পিশাচের মত,

আমার কবিতাও কি নিষ্ঠুর ক্ষেপনাস্ত্র!

নাকি নাৎসী বাহিনী!

বিষয়: সাহিত্য

১১৪৪ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

244821
১৫ জুলাই ২০১৪ দুপুর ১২:৫৪
সন্ধাতারা লিখেছেন : My heart is broken and I am speechless. Jajakalla khairan
244826
১৫ জুলাই ২০১৪ দুপুর ০১:২৪
প্রবাসী মজুমদার লিখেছেন : ভাষা নেই। আজ পৃথিবীর প্রতিবাদী কবিরা ও আত্মহত্যা করেছে। কারো কলম হতে নজরুলের মত আগ্নেয়গিরির লাভা বের হয়ে আসেনা। মানবতার প্রতি চরম ধৃষ্টতার এ কঠিন মুহূর্তে সবই নির্বাক। ভাষাহীন। তবুও অতৃপ্ত হৃদয় নিয়ে লিখা আপনার কবিতার জন্য ধন্যবাদ।
244835
১৫ জুলাই ২০১৪ দুপুর ০২:০০

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 9368

Filename: views/blogdetailpage.php

Line Number: 764

"> আমি মেঘ হবো লিখেছেন : ভাষা নেই আজ আশা নেই
নিরাশার জালে আজ আটকা পড়েছে সবি
Sad
244844
১৫ জুলাই ২০১৪ দুপুর ০২:৩১
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
244848
১৫ জুলাই ২০১৪ দুপুর ০২:৪০
ইবনে আহমাদ লিখেছেন : বিবেক আছে এমন কবি কয়জন আছে?আপনার লেখা হয়ত ঘুমন্ত বিবেককে জাগ্রত করার কিছুটা উপশম হতে পারে।
248327
২৬ জুলাই ২০১৪ সকাল ১১:৫৭
নাগরিক লিখেছেন : ইমপোরটেন্ট একটা পোস্ট

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File