নাৎসী কবিতা
লিখেছেন লিখেছেন মোস্তাফিজ ফরায়েজী জেরী ১৫ জুলাই, ২০১৪, ১২:৩১:৪৩ দুপুর
অনেক ক'টি গ্রীষ্ম, বর্ষা, শীত পার করেছি
বসেছি পৃষ্ঠা কলম হাতে,
অথবা টাচ স্ক্রিনে করেছি শত শত মৃদ্যু স্পর্শ,
অথবা মনের এপাশ ওপাশ ছুঁয়েছে অনুভুতির নাচন,
প্রেমাবেগ ভাবাবেগ একেকবার আমাকে করেছে দংশন,
এমনকি রাজনীতির কালশাপ নিয়েছে শত শত কংকাল,
অথবা দ্রব্যমুল্য বেড়েছে ফনা তুলে,
তবু একটি লাইন একটি কবিতা বের হয় নি পৃষ্ঠা ফুড়ে, কিংবা স্ক্রিনের পর্দায়,
অথচ আশ্চর্য ! আজ আমি লিখছি চরনের পর চরন,
একের পর এক শিশুর রক্ত দিয়ে, নারীর রক্ত দিয়ে
লিখে চলেছি।
বড্ড প্রশ্ন জাগে তাই,
তবে আমার কবিতাও কি রক্ত খায়
ইজরাইলী পিশাচের মত,
আমার কবিতাও কি নিষ্ঠুর ক্ষেপনাস্ত্র!
নাকি নাৎসী বাহিনী!
বিষয়: সাহিত্য
১১৪৪ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 9368
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
নিরাশার জালে আজ আটকা পড়েছে সবি
মন্তব্য করতে লগইন করুন