ভ্যাম্পায়ার অব ব্রিটিশ উপন্যাসের নায়ক "আব্দুর রহিম"
লিখেছেন লিখেছেন মোস্তাফিজ ফরায়েজী জেরী ১৬ মার্চ, ২০১৪, ১২:৪৮:১৪ দুপুর
খন্ডিতাংশ... ক্লিক ১... ২... ৩... ইতিহাস ফিরে আসবে ফিকশনে
হাতে কাস্তে, কাদা মাখা নয় রক্তমাখা। মাথায় মাথাল। সময়টা মাঝরাত। দিনের বেলা হলে মনে হত একদল কৃষক মাঠে কাজ করতে যাচ্ছে। কিন্তু দিনের বেলায় ওরা বাইরে বেরোয় না সাধারানত। অন্ধকারই ওদের দেবতা, অন্ধকারই ওদের শিকারের সময়। তাই রাতের বেলাই মোক্ষম সময় ওদেরকে শেষ করার। সামনে আব্দুর রহিম, পিছনে তার দল। বাইশ জনের দল। আব্দুর রহিম দলের নেতা। তাদের উদ্দেশ্য ব্রিটিশ ভ্যাম্পায়ারদের শেষ করা। এইমাত্র একটা ভ্যম্পায়ার মেরে কলা গাছের পাতা দিয়ে কাস্তে টা পরিষ্কার করে নেয় আব্দুর রহিম। আব্দুর রহিম সেই বীর যে এ পর্যন্ত দশ হাজারের বেশি ভ্যাম্পায়ার একাই শেষ করেছে। যার আছে প্রচণ্ড সাহস। এছাড়া বুদ্ধিমত্তায় সে দারুণ আর চটপটে।
লেখক- মোঃ মোস্তাফিজুর রহমান জেরী
বিষয়: সাহিত্য
১১৪৫ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমি বেশ পোকা ভ্যাম্পায়ারের........
এগিয়ে চলুন পড়ার অপেক্ষায় ।
মন্তব্য করতে লগইন করুন