'নভেলার' শব্দের অর্থ
লিখেছেন লিখেছেন মোস্তাফিজ ফরায়েজী জেরী ০১ মার্চ, ২০১৪, ১২:৩৪:২৮ দুপুর
আমার প্রথম উপন্যাস ‘নভেলার’। তবে নভেলারের অর্থ কি এটা নিয়ে বেশ সংশয়ে ছিলাম। বাংলাদেশের মানুষেরা এই শব্দের সাথে সেরকম পরিচিত নয়। অনেকে মনে করতে পারে, ‘নভেলার’ মানে ঔপন্যাসিক।
বাঙালীদের কাছে ‘নভেলার’ মানে ঔপন্যাসিক মনে হলেও আসলে নভেলারের ব্যাখ্যা বাংলাতে অন্য রকম। নভেলার শব্দের অর্থ উপন্যাসিকা মানে ছোট উপন্যাস। বিভিন্ন জন একে বিভিন্নভাবে বিশ্লেষণ করেছেন। এটা নিয়ে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রকম মতবিরোধও আছে।
তবে অনেকে মনে করে, নভেলার হচ্ছে ছোট গল্প থেকে বড় কিন্তু উপন্যাস থেকে ছোট। নভেলিস্ট আর নভেলার যে এক নয় এটা বোঝা যায়। কিন্তু নভেলার অর্থ যে ঔপন্যাসিক এরকম অর্থ আমি মাত্র একটি অনলাইন ডিকশনারীতে পেয়েছি। তবে নভেলারের অর্থ উপন্যাসিকাই প্রচলিত।
‘নভেলার’ অর্থ উপন্যাসিকা বা ঔপন্যাসিক যেটাই মনে করা হোক না কেন, তা ‘নভেলার’ উপন্যাসে কোন প্রভাব ফেলবে না।
কারণ ‘নভেলার’ উপন্যাসে এক দিকে যেমন নায়ক কবি থেকে ঔপন্যাসিক হয়ে উঠেছে। অন্যদিকে নায়ক নিজেই ট্র্যাজেডির মাধ্যমে হয়ে গেছে এক উপন্যাসিকা।
বিষয়: সাহিত্য
১৪৭৬ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ইংরেজিতে উপন্যাসের প্রতিশব্দ হিসেবে নভেল নভেলা,নভলেট ও ব্যবহৃত হয়।
নভেলার শব্দটা উপন্যাসিক এর জন্য ব্যবহৃত হতে পারে।
মন্তব্য করতে লগইন করুন