বাংলালিংকের বাঘ ব্যবসা এবং কিছু কথা

লিখেছেন লিখেছেন মোস্তাফিজ ফরায়েজী জেরী ১২ ফেব্রুয়ারি, ২০১৪, ০৩:৩৯:১৬ দুপুর



বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল নেটওয়ার্কিং কোম্পানী হল বাংলালিংক। এটি একটি বিদেশী কোম্পানী এবং এর বিস্তার এদেশে বেশ ভালো। কিন্তু বাংলালিংক এর কিছু বিষয় আমার কাছে বেশ বিরক্তিকর লাগে।

প্রথমত, তাদের দেশ প্যাকেজ।

তারা তাদের অ্যাডে চিৎকার করে প্রচার করে, দেশ দেশ দেশ, বাংলালিংক দেশ।

বিদেশী কোন মানুষ যদি এই অ্যাড দেখে তাহলে তাদের মনে শঙ্কা জাগতে পারে, বাংলাদেশের নাম পাল্টে কি বাংলালিংক দেশ হয়ে গেল?

এরকম অ্যাড প্রচার করায় এ পর্যন্ত কোন বাঁধা আসে নি বাংলালিংক কোম্পানীর উপর।

দ্বিতীয়ত তারা তাদের প্রচারনায় হর-হামেশে বাংলাদেশের জাতীয় প্রাণী বাঘের ছবি ব্যবহার করে থাকে। যার বিরুদ্ধে এখনো কোন ব্যবস্থা দেখা যায় নি। তাদের অ্যাডের ভাষায় যারা বাংলালিংক ব্যবহার করে তারাই বাঘ। তাহলে অন্য অপারেটর যারা ব্যবহার করে তারা কি ছাগল! যাই হোক এ বিষয়ে কোন আইন আছে কিনা তা আমার জানা নেই।

আর তৃতীয়ত, একটা ব্যাপার লক্ষণীয় যে নির্বাচনের কিছুদিন আগেই নিজেদের শ্লোগান 'দিন বদলের চেষ্টায়' পাল্টে ফেলা। দিন বদলের শ্লোগান কিন্তু আসলে আওয়ামীলীগের শ্লোগান। তাই সরকারের শেষ সময়ে তারা উপলব্ধি করে, এবার বুঝি আর আওয়ামীলীগ ক্ষমতায় আসতে পারবে না। তাই শ্লোগানটা পাল্টে দিল।

চতুর্থত, সম্প্রতি বাংলালিংক নিজেই বাঘ হয়ে গেছে। সাকিবের সাথে অ্যাড করার চুক্তির পর তারা প্রচারনা চালায়, দুই বাঘ একসাথে। একটা কোম্পানি কি করে বাংলাদেশে বাঘ হয়ে গেল ঠিক বুঝলাম না। বাঘ বাংলাদেশের গৌরবের প্রতীক, কোন বিদেশী কোম্পানির নয়।

আমার মতে বাংলালিংক তাদের প্রচারনায় স্পর্শকাতর কিছু বিষয় ব্যবহার করে যাচ্ছে, যা একটি প্রতিষ্ঠানের জন্য করা কতটা যৌক্তিক প্রশ্নটা থেকে যায়।

বিষয়: বিবিধ

১৭৯৩ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

176296
১২ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:০৪
ইমরান ভাই লিখেছেন : ওরা দেশের নাম ভাঙ্গিয়ে ব্যাবসা করছে। ওরা রাজাকার।
কিন্তু কে বলবে?
এরাই হচ্ছে দেশ ব্যাবসায়ী।
১২ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:০৭
129473
ইমরান ভাই লিখেছেন : ইদানিং আবার দেখাযায় দুই বাঘ একসাথে।
টাকা পেয়ে সাকিব আল হাসান ও মনেহয় দেশ ব্যাবসায়ী হয়ে গেল। Surprised Smug Worried Thinking
১২ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:১৬
129518
মোস্তাফিজ ফরায়েজী জেরী লিখেছেন : সহমত
176302
১২ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:২৫
আহমদ মুসা লিখেছেন : গতকাল বাংলালিংকের আজগুবি এক কর্মকান্ডে বিরক্ত হয়ে আমি নিচের স্ট্যাটাসটি ফেবুতে শেয়ার করেছিলাম।

বাংলালিংক অপারেটরের গাজাখোরী লোটতরাজ!!!!!
============================
গতকাল রাত এগারটার সময় আমার ডুয়াল সিম সেটের বাংলালিংক সিমে ৫৮ টাকা রিচার্স করলাম আমার ব্যাংক একাউন্টের অনলাইন সার্ভিস সুবিধা ব্যবহার করে। তখন ঘরে বসে নিজের কম্পিউটারেই নেট ব্যবহার করতেছিলাম। টাকা রিচার্সের পর থেকে এই পোস্টটি লেখার সময় পর্যন্ত এখনো কোথাও কল করিনি। কিন্তু আমি যখন সকাল ৯ টার সময় ব্যালেন্স চেক করলাম তখন আমাকে শুণ্য দেখালো। এখনও চেক করেছি, ফলাফল একই। আমি বুঝতেই পারছি না আমার টাকা গুলো কোন পারপাসে কর্তন করা হয়েছে।


ওখানে একজনের মন্তব্য অনুযায়ী কাস্টমার কেয়ারে যোগোযোগ করে যা রিপ্লাই পেলাম তাতে মনে হয়েছে তারা বাংলাদেশে ডাকাতি করার জন্যই ব্যবসার নামে ফাঁদ পেতেছে। তারা আমাকে জানালো আমি নাকি ৫৮ রিচার্জ করার পর থেকে ইন্টারনেট ব্যবহার করার ফলেই আমার সমস্ত ব্যালেন্স কর্তন করা হয়েছে। অথচ আমি সিমে টাকা ডুকানোর পর উক্ত মোবাইলটি সারা রাত হাতে পর্যন্ত নিই নি। কম্পিউটারে নেট ব্যবহার করেছি সিটিসেল আলট্রা জুম ব্যবহার করে। এই ডাকাত কোম্পানীটি আমার সাথে দারুণ এক মস্করা করলো।
১২ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:১৫
129517
আওণ রাহ'বার লিখেছেন : আপনার ফোন কি এনড্রয়েড???
১২ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:২৯
129525
আহমদ মুসা লিখেছেন : এনড্রয়েট অপারেটিং সিস্টেম চায়না কোম্পানী। মেক্সিমাস ৯০৯ মডেলের।
১২ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৫৮
129544
আওণ রাহ'বার লিখেছেন : হুমমম ঠিক আছে অপারেটর ঠিকই বলেছে ।
আমার ভুলে একবার প্রায় ২০০ থেকে ৩০০ টাকার মত ঘ্যাচাং হয়েছিলো।
আমার এক ভাইয়ার প্রায় ১০০ এম বি ঘ্যাচাং হয়েছিলো এটা হলো নিজেদের প্রবলেম অপারেটর এর নয়।
এখন নামাজে যাচ্ছি বিস্তারিত পড়ে বলবো।
১২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৫৯
129592
আওণ রাহ'বার লিখেছেন : ১, সেটিংস থেকে মোবাইল নেটওয়ার্ক অফ করে দিবেন।
অথবা
২, কন্ট্রোল প্যানেল থেকে মোবাইল ডাটা কানেকশন অফ করে দিবেন।
৩, অনেক ভালো হবে গুগল প্লে স্টোর বন্ধ করে দিলে তাহলে অটো আপডেট নিবেনা।
৪, গুগল এর সিংক সেটিংস থেকে অফ করে দিতে পারেন। কারন সিংক হলে অনেক এম বি চলে যায়।
Good Luck ইমপর্টেন্ট যখন আপনার ব্রাউজিং শেষ হবে তখন ডাটা কানেকশন অফ করে দিবেন যদি ভুলে কানেকশন থেকে যায় তবে ১০০ এম বি একরাতে যাওয়া ব্যাপার না।
আর যদি টাকা হিসেবে থাকে এম বি না থাকে তবে মূহুর্তেই ব্যালেন্স জিরো হয়ে যাবে।
তাই সাবধান থাকা উত্তম তবে দু একবান ঘ্যাচাং না হলে সাবধান হওয়া কষ্টকর।

ধন্যবাদ ধন্যবাদ।
176328
১২ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:১৯
আওণ রাহ'বার লিখেছেন : বাংলালিংক বেষ্ট অন্যান্য সব কম্পানির তুলনায় আমার মতামত।
আমি অনেক সিম ইউজ করে বাংলালিংক কে সবচেয়ে ভালো দেখেছি ।
১২ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:২২
129523
মোস্তাফিজ ফরায়েজী জেরী লিখেছেন : বাংলালিংকের সেবা নিয়ে আমার কোন প্রশ্ন বা অভিযোগ নেই।
176349
১২ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৫৭
শিশির ভেজা ভোর লিখেছেন : হাহাহাহাহা কথা মন্দ বলেননি।
১২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:০৯
129613
মোস্তাফিজ ফরায়েজী জেরী লিখেছেন : কথা কিন্তু মুই ঠিকই কইছি :P
176362
১২ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:২৯
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : বাঘ বাংলাদেশের গৌরবের প্রতীক, কোন বিদেশী কোম্পানির নয়।
একমত
১২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:০৯
129614
মোস্তাফিজ ফরায়েজী জেরী লিখেছেন : ধন্যবাদ ভাই

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File