অদক্ষ নাপিত এবং আমার চুল

লিখেছেন লিখেছেন মোস্তাফিজ ফরায়েজী জেরী ৩০ জানুয়ারি, ২০১৪, ০৪:০৬:০৬ বিকাল



অদক্ষ নাপিতের হাতে পড়িয়া আজ আমি আমার চুলগুলিকে আপাতত বিশৃঙ্খল ও অসুন্দর করিয়া ফেলিলাম। চুলের প্রতি যত্ন লইবার চেষ্টাও করিও নাই কোন দিন। তাহা সত্ত্বেও আমার চুলগুলি কেন জানি একটু বেশীই সুবোধ। কয়েকদিন পরই তা দ্রুত বর্ধিত হইয়া আবার আগের রূপে ফিরিয়া আসিবে। তাই চিন্তা নাই।

কিন্তু বিষয় হইল, আমি নাপিতের হাতের কাঁপাকাঁপি দেখিয়া বুঝিলাম ইহা করা সহজ নয়। দক্ষতার কত প্রয়োজন তাহাও বুঝিলাম। তবে ব্যাপারটা বুঝিতে বুঝিতে আমার চুলের বারোটা ততক্ষণে বাজিয়াছে। তাহাকে ধমক না দিয়া বরং বাকী সময় তাহার ইতঃস্তত হাতে কাঁচি চালানো দেখিতে লাগিলাম। নাপিতটিও বুঝিতে পারিয়াছিল, এ আমি কি করিলাম!

যাই হোক, এতে আমার বোধের স্নায়ুতে নাড়া পড়িল। কত জনের কত অঙ্গ-প্রত্যঙ্গই না বিকৃত হইয়া থাকে। কিন্তু সবচেয়ে বেশী বিকৃত যে বিষয়টা এ যাবত কালে আমার চোখে পড়িয়াছে তাহা হইল মানুষের মানুসিকতার বিকৃতি। সৃষ্টিকর্তা আমাদের মানুসিকতাকে সুন্দর করিয়া দিক এটাই আশা।

বিষয়: বিবিধ

১১৭৪ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

170384
৩০ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:১১
জবলুল হক লিখেছেন : কিন্তু সবচেয়ে বেশী বিকৃত যে বিষয়টা এ যাবত কালে আমার চোখে পড়িয়াছে তাহা হইল মানুষের মানুসিকতার বিকৃতি। সৃষ্টিকর্তা আমাদের মানুসিকতাকে সুন্দর করিয়া দিক এটাই আশা।
চমৎকার। ভালো লাগলো পড়িয়া।
৩০ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:১৮
124197
মোস্তাফিজ ফরায়েজী জেরী লিখেছেন : ধন্যবাদ জবলুল ভাই
170385
৩০ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:১৫
হতভাগা লিখেছেন : ইহাকে নতুন স্টাইল হিসেবে চালাইয়া লইবার জন্য প্রোপিকে ইউজ করুন ।
৩০ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:১৯
124198
মোস্তাফিজ ফরায়েজী জেরী লিখেছেন : চুলের কাট অথবা স্টাইল সম্পর্কে আমার বিন্দুমাত্র ধারনা নাই।
৩০ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:১৩
124221
হতভাগা লিখেছেন : সুযোগ আসিয়াছে ধারনা পাইবার , কাজে লাগাইয়া শোককে শক্তিতে পরিনত করুন ।
170413
৩০ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:৩৩
নীল জোছনা লিখেছেন : আহারে কষ্টু Big Grin
৩০ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:২৬
124277
মোস্তাফিজ ফরায়েজী জেরী লিখেছেন : জীবনে প্রথম চুল কাটা নিয়ে বিব্রত অবস্থায় আছি :P
170548
৩০ জানুয়ারি ২০১৪ রাত ০৮:৩৪
বিন হারুন লিখেছেন : অনেক ভাল লাগল. অঙ্গ প্রত্যেঙ্গর মতো মনের শালিনাতাও অনেক বড় নেয়ামত.
৩০ জানুয়ারি ২০১৪ রাত ০৯:১৪
124366
মোস্তাফিজ ফরায়েজী জেরী লিখেছেন : সহমত
171051
৩১ জানুয়ারি ২০১৪ রাত ০৯:০৫
সবুজেরসিড়ি লিখেছেন : ভালই লিখেছেন . . .
171163
০১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৪:২৯
সাইদ লিখেছেন : ভালো লাগলো।ধন্যবাদ।
171214
০১ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৭:৩২
অজানা পথিক লিখেছেন : Thinking

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File