সাথী ----
লিখেছেন লিখেছেন মোস্তাফিজ ফরায়েজী জেরী ০৫ ডিসেম্বর, ২০১৩, ০২:৪০:০৭ রাত
চলার সাথী হারিয়ে গেলে, কেমনে চলি
আমার মনের কথাগুলো কেমনে বলি।
তুমি আছো হৃদয় জুড়ে, কেমনে ভুলি,
অট্টরোলে হেসে হেসে নিজেকে খুলি।
চলার সাথী এসো ফিরে আমার তীরে,
হারিয়ে গেছি জীবনের ঐ রুক্ষ ভীড়ে।
বিষয়: সাহিত্য
১৩১২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন