দূরত্ব কথা

লিখেছেন লিখেছেন মোস্তাফিজ ফরায়েজী জেরী ২৬ নভেম্বর, ২০১৩, ০৯:৪৪:২১ সকাল

আর কতদিন আড়ালে থেকে

প্রহর গুনবে দিবা-নিশি জেগে,

আমার পুত হৃদয়ের সাথে

খেলবে মরণ খেলা।

আজ আমি এ বেলায়

দিয়েছি আমারে সঁপে,

জেনে তবু তুমি নিজের হেলায়

নিয়েছ সবই রেখে।

ভাষা নেই কোন সন্ধ্যা দীপের

অথবা কোন বর্ষা দিনের,

ভাষা আজ আমার রক্তে রক্তে

মিশে যাওয়া তোমার শ্বাস-প্রশ্বাস।

বিষয়: সাহিত্য

১৪৩৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File