যবনিকার সাথে প্রেম; অতঃপর [কবিতা]

লিখেছেন লিখেছেন মোস্তাফিজ ফরায়েজী জেরী ১৬ নভেম্বর, ২০১৩, ০৪:০৮:০৭ রাত

যবনিকা...

তুমি আবার এসেছ ফিরে,

গভীর রাতে গহীন ক্ষণে,

চুপিচুপি নয় চিৎকার করে।

তাই...

সিম্ফনি বাজে মনে।

কেন...

যবনিকা।

আর কত শুরু নিবে তুমি ভন্ডুলে

আমাকে করবে ফাউল-বাউন্ডুলে।

অনামিকা কেঁদে মরে।

তাই...

সিম্ফনি জাগে মনে।

যবনিকা...

কিসের জন্যে, কিসের অজুহাতে

তুমি ফিরে ফিরে আসো এ জগতে।

আমিতো শেষ না হয়েও

হয়েছি নিঃশেষ।

তাই...

সিম্ফনি আসে মনে।

যবনিকা...

তোমাকে কেমনে ছাড়ি

তোমাতে নেই যে আড়ি।

তাই...

সিম্ফনি সবখানে।

বিষয়: সাহিত্য

১৩৯৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File