মহাত্মা
লিখেছেন লিখেছেন মোস্তাফিজ ফরায়েজী জেরী ০৪ নভেম্বর, ২০১৩, ০৬:৪৫:০৭ সন্ধ্যা
ঝাঁজরে ঝঞ্ঝা হৃদে শঙ্কা।
আসো অভেও যাত্রিক
দেখাতে দিশা-দিক;
ভুবন মাঝারে
উড়াও পতাকা।
ছুঁড়ে ফেলে দে যত শঙ্কা;
চোখে দিয়ে পাকা লঙ্কা
পাড়ি দে তুই গঙ্গা;
ইতিহাস গড়ে
গুড়াও মাথাখা,
চেপে ধরে টুটি
উড়াও শঙ্কা।
ঝাঁজরে ঝঞ্ঝা হৃদে শঙ্কা।
আয় দুরন্ত, আয় যাত্রী
আজ কাটাবি ঝঞ্ঝা রাত্রি
মৃত্যুর সাথে গড়বি মৈত্রী
গুড়াবি সব মিথ্যা অঙ্কা।
অন্ধের চোখে আলো জ্বেলে
পরের তরে সত্ত্ব মেলে
ঘুচিয়ে আপন নীড়
হবে বিশ্ব বিধাত্রীর।
বিষয়: সাহিত্য
৯৪৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন