প্রিয়ে
লিখেছেন লিখেছেন মোস্তাফিজ ফরায়েজী জেরী ০৩ নভেম্বর, ২০১৩, ১১:৫০:১৪ রাত
প্রিয়ে, বলে ফেল হৃদয়ের কথা...
চুপ কেন?
বলা না বলা একি যদি হয়,
আজ কেন তুমি চুপ রবে?
শত মুহূর্ততো কেটে গেছে...
দিন, রাত সবকিছু।
কতদিন তোমার মনে আছে?
নাকি গেছ সব ভুলে।
এত করে বললাম,
যাবার আগে সব বলে যাও।
বললে নাতো?
ঠিক আছে,
আমিও যাচ্ছি না তোমার কাছে।
রাগ? কিসের রাগ?
আমার গানের রাগ!
নাকি তোমার গানের।
আমি জানি না,
ওখান থেকে চলে এসো।
কফিনের নিচে আর কতকাল?
আমি তো নিজেই
কফিন হয়ে গেছি কবে,
আর কটা দিন পরে গেলেই তো পারতে।
হ্যাঁ!
আমাকে জড়িয়ে থাকতে পারতে,
রাত-দিন,
শতাব্দীর পর শতাব্দী।
বিষয়: সাহিত্য
১৩৯৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন