তুমি আসবে না তাই বলে

লিখেছেন লিখেছেন মোস্তাফিজ ফরায়েজী জেরী ২৬ সেপ্টেম্বর, ২০১৩, ০১:২৯:০৬ দুপুর



তুমি আসবে না তাই বলে

আমি কি তোমার অপেক্ষায় থাকব না?

তুমি আসবে না তাই বলে

আমি কি তোমার হব না?

আকাশে উড়েছি উড়ছি উড়ছি

অবিরাম অবিরত আকাশ ছোঁয়ার খেলায়

মাতছি আমি,

আকাশ ছোঁব না বলে কি

আমার খেলা থামবে এ প্রভাত বেলায়।

হে সখী,

হে হৃদয়ের দ্বার।

তুমি আসবে না তাই বলে

আমি কি তোমায় বাসব না ভালো?

আমি রাখি নি রাখি নি

শর্ত বিশেষে

বলি নি বলি নি

নাও না তুমি আপন করে।

তবে কেন রাগ, তবে কেন অভিমান এই বিবাগে

সখী বল মোরে বল মোরে।

সবার মাঝে সকাল সাঁঝে এসে যদি না কও কথা,

তবু তুমি কও কথা আমার এ হৃদয়ে।

তুমি তাকি জানো না?

আমি তো তোমার বিবাগী।

তুমি আসবে না তাই বলে,

তোমাকে নিয়ে আমার স্বপ্ন কি থেমে র’বে?

তুমি আসবে না তাই বলে

আমার বাগানে কি ফুটবে না ফুল?

ঝরা ফুল হাতে

দিনে ও রাতে স্মরিব তোমারে,

আজ শুকনো পাতারা আমার খোঁজে।

কিসের ঝাঁঝে, কিসের লাজে

তুমি আসবে না এ বাঁকে?

ও সখী,

ও আমার হৃদয়ের বাঁক।

আমি আজ নির্বাক,

আমি আজ বিবাগী।

সখী এসো মোর দ্বারে

খোল তোমারই দ্বার,

আমি আছি আজন্ম অপেক্ষায়।

তুমি আসবে তাই বলে

কত আয়োজনে কত অভিলাষে

সাজিয়ে রেখেছি মোর এ ঘর,

সখী এসো মোর দ্বারে সখী এসো মোর ঘরে।

*****

বিষয়: সাহিত্য

২০৭১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File