ঐশীদের ফিরিয়ে আনা
লিখেছেন লিখেছেন মোস্তাফিজ ফরায়েজী জেরী ২৪ আগস্ট, ২০১৩, ১০:০৬:১৭ রাত
বেশ কিছুদিন আগে এক রিক্সাওয়ালা মামার কাছ থেকে শুনেছিলাম একটি ঘটনা।
ঘটনাটি একদম বাস্তবিক। আর তাই আমি নিশ্চিত আমাদের দেশে ঐশীর মত মেয়ে আরো আছে এবং তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এখন ব্যাপার হল, আমরা কিভাবে এই বিপথগামী ঐশীদের ফিরিয়ে আনতে পারি? শুধু দিনের পর দিন ঐশীদের খারাপ বলে আর অবিভাবকদের দোষারোপ করে গেলেই কি আমরা একটা মেয়েকে ঐ পথ থেকে ফিরিয়ে আনতে পারব?
এসব বিষয় আসলেই চলে আসে মূল্যবোধের কথা। কিন্তু আমরা কতজনই বা সে বিষয়ে সচেতন। আসলে এর সমাধান সহজ নয়, কারণ মূল্যবোধের বোধদয় সবার মাঝে ব্যাপক ভাবে ফিরিয়ে আনা কোন বিজ্ঞাপনের মাধ্যমেও সম্ভব নয়। আপনি যদি ভাবেন এবং ভাবতে ভাবতে সমাধান খোঁজেন তাহলে বুঝবেন এখানে মাত্র একমাত্র সবচেয়ে কার্যকরী সমাধান আছে। আর সেই সমাধান হচ্ছে "ধর্ম শিক্ষা"। ধর্ম যাই হোক না কেন, যাই থাকুক না কেন, একজন ধর্মভীত মানুষের মনে মূল্যবোধ থাকবেই। সে মূল্যবোধ থেকেই সে শালীন হতে শিখবে। অনেকে ধর্মের ধরা-বাধা নিয়মকে বলে থাকে মানসিক নির্যাতন। আসলে আমরা যা করি তার সবটাই ধরা-বাধা। সেজন্যই আপনি পাখির মত আকাশে উড়তে পারবেন না। আপনার চিন্তা-ভাবনাও সীমাবদ্ধ। ধার্মিকদের চিন্তা-ভাবনা যেমন সীমাবদ্ধ তেমনি নাস্তিকেরাও কয়েকটি ভাবনার ভিতরই আবদ্ধ থাকে।
ঐশীদের ফিরিয়ে আনতে হলে সমাজের কিছু পরিবর্তন আবশ্যিক। সমাজের গোড়া থেকে সে পরিবর্তন না করলে তা এই বৈশ্বিক সমাজে সে পরিবর্তনের ফল পাওয়া যাবে না। এটা একদমই সহজ কাজ নয়। নারীদের উদাসীনতা রোধে তাদের নিজেদেরকেই সবচেয়ে বেশী ভূমিকা রাখতে হবে।
বিষয়: বিবিধ
১৭২৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন