একটি ছোট গল্পের বই প্রকাশ করতে চাই সামনে বই মেলায়; তথ্য প্রয়োজন
লিখেছেন লিখেছেন মোস্তাফিজ ফরায়েজী জেরী ২১ আগস্ট, ২০১৩, ০৩:৪০:২৩ রাত
সামনের বই মেলায় একটি ছোটগল্পের বই প্রকাশ করতে চাই সামনের বই মেলায়। টাকা দিয়ে বই প্রকাশ করার রীতি নাকি এদেশে প্রবল। লেখার মান ভালো হলেও পাবলিকেশন্সরা ছাড় দেন না এই বিষয়ে। কিভাবে আমি বিনা টাকায় বই প্রকাশ করতে পারব সামনের একুশে বই মেলায় কেউ জানলে জানাবেন দয়া করে। এবং এদেশে বই প্রকাশের জন্য কি কি করতে হয় জানালে উপকৃত হতাম।
বিষয়: বিবিধ
২৫৬৯ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন