মিশরের রক্ত (The blood of Egypt)
লিখেছেন লিখেছেন মোস্তাফিজ ফরায়েজী জেরী ২১ আগস্ট, ২০১৩, ০১:০০:২৯ রাত
লালে লাল রাজপথ
তাজা তাজা রক্ত,
কেন আজ রাজপথ
চুপ তুই বল তো?
লালে লাল রক্ত
লালে লাল রক্ত
বলতো বলতো?
চোখে আজ আনব
জলে জল জল তো,
তবে একি চোখে মোর
শুধু শুধু রক্ত।
মিশরের রাজপথ, মিশরের রক্ত
তুই কি জেনেছিস তোর কত ভক্ত?
আসমান কেঁদে ওঠে তোর কথা শুনতেই
আমি তো এক অগা
গুনি তোরই রক্ত।
পিশাচেরা উদ্ধত খেতে তোর রক্ত,
দিয়ে দে দিয়ে দে
ভয় নেই কোন তোর।
শত শত নজোয়ান
দুই পায়ে আগুয়ান
ভয় নেই ভয় নেই
নেই ভয় তোর তো।
(অনেকদিন পর একটা কবিতা লিখলাম। কেমন হল কে জানে??)
বিষয়: সাহিত্য
১৩৪৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন