::আলেয়ার কথা:: [[[শেষ অধ্যায়/ অষ্টম অধ্যায়]]]
লিখেছেন লিখেছেন মোস্তাফিজ ফরায়েজী জেরী ০৮ আগস্ট, ২০১৩, ১১:৩৩:২৭ রাত
পাঁচ বছর পর।
সাত বছরের এক এতিম বালকের সাথে থাকে আলেয়া। বালকটির নাম ইমন। ভালো একটা কিন্ডারগার্টেনে পড়ছে ইমন। ইমন আলেয়াকে মা বলে ডাকে না, আন্টি বলেই ডাকে। এতে ক্ষোভ নেই আলেয়ার।
আলেয়া তাকে মায়ের স্নেহেই মানুষ করছে। এখনো বছরে একবার সে বাড়িতে যায় ইমনকে নিয়ে।
ছুটির দিনগুলোতে ইমনকে নিয়ে কোন পার্ক অথবা স্টেশনে যায়। সেখানে পথশিশুদের সাথে গল্প করে, তাদের খাবার কিনে দেয়। রাজধানীর সব পার্কের শিশুদের নামই তার জানা। শিশুরাও তাকে মমতাময়ী হিসেবে জানে। এভাবেই চলে যায় আলেয়ার দিন।
এইতো আলেয়া, এইতো আলেয়ার জীবন; আবেগভরে যার খোঁজ কেউ এখন আর রাখে না।
[সমাপ্ত]
বিষয়: সাহিত্য
১৪৯৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন