আলেয়ার কথা বিষয়ে কিছু কথা

লিখেছেন লিখেছেন মোস্তাফিজ ফরায়েজী জেরী ০৮ আগস্ট, ২০১৩, ০৩:০৮:০২ দুপুর

আলেয়ার কথা লেখাটি লেখা শুরু করার পর বিভিন্ন জন বিভিন্ন কথা বলেছে। কেউ আমাকে বলেছে নিষ্ঠুর লেখক, কেউ আবার শোক অনুভব করেছে হৃদয়ে। আলেয়ার কথা আসলেই একটি ট্র্যাজেডি নির্ভর গল্প। এখানে নীরব নির্যাতনের স্বীকার এক নারীর জীবন কথা তুলে ধরার চেস্টা করেছি মাত্র। কেউ জিজ্ঞাসা করেছে আলেয়ার কথার কাহিনী কি সত্য? উত্তরটা আমার জন্য দেওয়া কঠিন। তাই উত্তরটা সবসময় এড়িয়েই যেতে হবে আমাকে। আপনি যদি মনে করেন এটি বাস্তব তাহলে এটি বাস্তব। আর যদি মনে করেন একটি কল্পনার চরিত্র তবেও এটি সেরকমই।

কাল ঈদ তবু এই ট্র্যাজেডি কাহিনীর সমাপ্তি আজ রাতেই করতে চাইছি আমি। অর্থাৎ, আলেয়ার কথার অষ্টম অধ্যায়ই শেষ অধ্যায়।

আলেয়ার কথার পর ঐতিহাসিক প্রেক্ষাপটের আরেকটি ধারাবাহিক গল্প লেখার ইচ্ছে আছে।

সবাইকে ঈদের শুভেচ্ছা রইল। শুভ হোক সবার ঈদ।

বিষয়: বিবিধ

১৩৭৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File