জয় দরবেশ
লিখেছেন লিখেছেন মোস্তাফিজ ফরায়েজী জেরী ২২ জুলাই, ২০১৩, ০৫:২৪:১৪ বিকাল

দরবেশ- ''যা তোরা! পুচকে রনির পিন্ডি চটকে আয়।''
চামচা সাংবাদিকগণ- "চল সবাই, পুচকে রনির এত সাহস যে দরবেশের পিছনে লাগে?"
সেদিন থেকে পুচকে রনি যেদিকে যায় চামচারাও সেদিকে যায়। পিছন থেকে চামচারা স্লোগান দেয়।
"জয় দরবেশ!! দরবেশ দরবেশ!! আমাদের দরবেশ!!"
পুচকে রনি বিরক্ত হয়। একদিন তার অফিস রুমের সামনে এসে দেখে দরবেশের চামচা বাহিনী। পুচকে রনি বলে, "তোমরা এখানে কেন?"
চামচা সাংবাদিক- "এমনিতেই বসে আছি।"
বাছা তুমি কি এটা ফুটবল মাঠ পাইছো যে এমনিতেই বসে আছো!!
দে লাথি, পুচকে রনি করল একি!
চামচা সাংবাদিক- "তোর এত বড় সাহস আমার গায়ে হাত তুলিস! দাঁড়া ডাকছি দরবেশকে।"
দরবেশ যায় হাসপাতালে- "তোরা আমার অনুসারী। আর তোদের গায়ে হাত? নে বাবা ১০ লাখ নে। খুশি এবার? দাঁড়া দেখছি পুচকে রনিকে। আব্দুল! আব্দুল!"
আব্দুল- "জী হুজুর।"
দরবেশ- "টাকা মেরে দে সবখানে। সব যেন আমার পক্ষে থাকে।"
বিষয়: রাজনীতি
১৩১৩ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন