শ্রমিক নেতা আমিনুল ইসলামের মৃত্যুর পর আমার লেখা একটি কবিতা
লিখেছেন লিখেছেন মোস্তাফিজ ফরায়েজী জেরী ০১ ফেব্রুয়ারি, ২০১৩, ০৫:৫০:১০ বিকাল
ইলিয়াসের গুমে জাগ্রত দেশ,
আর এইতো সেদিন আমিনুল গুম হল,
তার রক্তাক্ত মৃতদেহ উঠে আসলো পত্রিকার ছোট্ট কলামে,
আমিনুলের টাকা নেই,
তাই এদেশের কলাম কেনার সাধ্যি নেই।
-
আমিনুলের মৃত্যুতে কেউ হরতাল ডাকে নি,
কেউ মিছিল করেনি,
কেননা আমিনুলের টাকা নেই।
-
বিশিষ্ট কলাম খুঁজে খুঁজে হয়রান,
আমিনুল নামক শব্দের অন্বেষায়,
অথচ ইলিয়াস আজ প্রতি কলামে, প্রতি স্লোগানে,
কেননা আমিনুলের বাস ছিল কোন পচা বস্তিতে।
-
আমিনুলের মৃত্যুতে বড় মাছগুলো নিশ্চুপ,
কেননা আমিনুল স্রোতে ভেসে আসা খড়-কুটো,
তাকে পরিষ্কারেই সবার আশীর্বাদ।
-
তাই আমি স্তব্ধ প্রহর গুনি।
শত শত আমিনুলের লাশের প্রহর।
বিষয়: বিবিধ
১২৫২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন