সংকেত বানী

লিখেছেন লিখেছেন মোস্তাফিজ ফরায়েজী জেরী ১৮ জানুয়ারি, ২০১৩, ০৭:৪২:৪২ সন্ধ্যা



চোখ পর্দা খোল মুর্দা!

এক হরিনীর পিছে দিয়েছ দারুণ ছুট,

প্রত্যয়-

যে করেই হোক করবেই তারে লুট।

-

ওরে তোর মা মরে ঝঞ্জায়!

তোর মান লুকায় লজ্জায়!

এইবার তুই নতুন করে ফোট।

-

ত্বরা করে আয়

অনভিজ্ঞ নৌকা বায়,

তোর পড়েছে ডাক।

-

জরাজীর্ণ করে ছিন্ন

শত মতবাদ করে ভিন্ন,

নে তুই আজ মহাবাঁক।

-

আজি সরল হয়েছে বিরল

শুকিয়েছে তব মুখ জল,

বাহিরে জ্বলিছে বিদগ্ধ দাবানল।

-

আজি আস তুই রণ সাজে।

-

চোখ তুলে তাকা যমদূত দাবা,

নমঃ নমঃ ফেলে আইরে হতভাগা

দেখাবি তোর আপন বাবা।

-

ঐ শোন হক্কানি রণ ঢক্কা আজ বাজে

ইস্তফা দে তুই আজ সব কাজে।

-

রম রম রম রম-রমা-রম,

আজ কাজ বেশি কথা বলো কম।

-

ঝনন ঝনন রণন রণন আজ যত কাব্য কথা,

রণন ঝনন বধ করলেই হবে জয় তোর সাঁচা।

-

মাভৈঃ মাভৈঃ এগিয়ে চল

নেই কোন আর ভয়,

সব অচল হবে সচল

হবে তোর মহাজয়।

-



বিষয়: সাহিত্য

১৩২৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File