বকুল সুবাস

লিখেছেন লিখেছেন মোস্তাফিজ ফরায়েজী জেরী ১৭ জানুয়ারি, ২০১৩, ০৯:৪৮:০৮ রাত



বকুল তলে ফুলের সুবাস

চাহে সে চাহনি চাহে,

চকিত চপলা গাহে গান গাহে।

-

গাহে বলে ফুল ছড়ায়েছে সুবাস দূরে,

পেয়েছে আবেশ অতি সমাদরে।

-

মরে-ঝরে অমর গন্ধে নিশিতে-দিবাতে

মাতে নি কে বল মোরে?

কে বা আঁধারে দেখেনি আলোর দিশা;

সেতো অজ্ঞ-ভীরু,

আঁধারই তার হয় নিকো চেনা সাঁচা।

-

বকুল তলে প্রথম সন্ধ্যা

কেটে যায় যদি সুবাস নিতে,

কুড়াবে কে সে গন্ধা-

গাঁথিবে বা কে মালা স্নিগ্ধ হাতে?

-

গাঁথো যদি মালা চপলা থামাবে সে গান,

ছুটে যাবে তান, হারাবে আবেশ বান।

-

ফুলগুলি তাই মায়াডোরে বেঁধে,

তন্দ্রা মাখানো শান্ত আগুনে

দাও তারে ত্যাগি।

নতুবা চপলার হাতে প্রসূত মনে

দাও তারে আপনার লাগি।



বিষয়: সাহিত্য

১৬৬৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File