পথের দিশা

লিখেছেন লিখেছেন আফরোজা হাসান ১৭ ফেব্রুয়ারি, ২০১৩, ১২:৪৫:৪৭ রাত

অনেক সাধনায় পেয়েছো সত্য পথের দিশাকে

বিশ্বাসের বাণে বিদ্ধ করো অমূলক সব ভয়কে

হতে যদি চাও তুমি আশা জাগানিয়া কেউ

ধারণ করো মনে ভালোবাসার শত-সহস্র ঢেউ

চলার পথে ভালো থেকে বেছে ফেলে মন্দটা

ভুলটাকে মাড়িয়ে তুলে নাও সঠিকটা

করে যদি যেতে পারো একনিষ্ঠ চেষ্টা

বন্ধুর পথেও যদি ধরে রাখো আশাটা

টেনে যদি ধরতে পারো প্রবৃত্তির রাশ

তবেই পুর্নতার পথ পাবে সকল অভিলাষ।

বিষয়: বিবিধ

১০৩২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File