ঘুরে এলাম স্পেনের “রাস্কাফ্রিয়া”

লিখেছেন লিখেছেন আফরোজা হাসান ০৩ সেপ্টেম্বর, ২০১৩, ০৫:৩২:২৪ সকাল



আমার ছেলেকে নিয়ে ঘুরে বেড়ানোর যে কর্মসূচি হাতে নেয়া হয়েছিল, সেটাই বাস্তবতার প্রথম পরশ পেলো স্পেনের রাস্কাফ্রিয়া গিয়ে। হঠাৎ করেই রাস্কাফ্রিয়া যাবার পরিকল্পনা নেয়া হয়েছিল। তারপর তো নির্ধারিত দিনে সবাই মিলে রওনা করলাম। মাদ্রিদ থেকে প্রায় দেড়শো কিলোমিটার দূরে রাস্কাফ্রিয়া নামের এই গ্রামটি। চারপাশের পাহাড়ি এলাকা দেখতে দেখতে পৌছেছিলাম গন্তব্য পিকনিক স্পটে। মন ভালো করে দেয়া সুন্দর প্রাকৃতিক পরিবেশ ঘিরে ধরেছিল যেন আমাদেরকে কিছুটা সময়ের জন্য। পাহাড়ি নদী থেকে তৈরি হওয়া লেক, চারিদিকে সবুজের ছড়াছড়ি, পাথর ছুঁয়ে গড়িয়ে পড়া ঝর্ণা, দূরে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাহাড়। নাহ!!! আর বর্ণনাতে না গিয়ে আপনাদেরকেও চলুন ঘুরিয়ে আনি সুন্দর সেই পাহাড়ি গ্রাম থেকে.........



এই দৃশ্যটা আমাদের গ্রামের পুকুরপাড়ের কথা মনে করিয়ে দিয়েছিল।



লেকের পানিতে আকাশ ও গাছের ছায়া।



পাথর, পানি, গাছ ছাড়িয়ে দূরে দাঁড়িয়ে আছে পাহাড়।



এই পাথরের উপর পা ফেলে হেঁটেছি অনেকক্ষণ।



ঠাণ্ডা পানিতে পা ফেলে চলতে ভীষণ ভালো লেগেছে।



আরো বহুদূর চলে গেছে পথ এভাবেই।



ক্লান্ত হয়ে এখানে বসে জিরিয়ে নিয়েছিলাম কিছুটা সময়।



অনেক দিন বসিনি এমন কোন হৃদের পাশে



খুব ভালো লাগছিল গাছের পাতার ফাঁক থেকে নীলাভ জলরাশি।



এখানে গিয়ে মনে হয়েছিল গাজীপুরের শালবনে ঘুরছি।



মনের আকাশে স্বপ্নরা প্রজাপতি হয়ে ভাসতে চায় এমন কোথাও।



রোদেলা দুপুর।



মনে প্রশান্তি জাগিয়ে যায়।



পাথরের বুকে বয়ে চলা ঝর্ণাধারা।



বয়ে চলছে নিরবধি পানির স্রোত।



যয়তুন গাছ।



পার্কের একটি দৃশ্য।



পার্কের ছোট্ট একটা ফোয়ারা।



আমার ছোট্ট বন্ধুদের আমাকে দেয়া উপহার।

বিষয়: বিবিধ

৩৮৪৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File