স্বপ্নিল ভুবনে........

লিখেছেন লিখেছেন আফরোজা হাসান ১০ এপ্রিল, ২০১৩, ০৩:০৪:১২ দুপুর



কল্পনার সিঁড়ি বেয়ে চলে যেতে ইচ্ছে করে স্বপ্নিল কোন ভুবনে



ফুলের সুবাসে ভালোবাসার ঝর্না বয়ে চলে সারাটি ক্ষণ যেখানে



ঘাসে ঢাকা বর্নালি পথ ধরে চলে যাবো দূর বহুদুর



নিরাশার সাঁকো পেড়িয়ে নতুন করে মেলবো জীবনের অঙ্কুর



পালতোলা নৌকায় চড়ে খাল-নদী পেড়িয়ে হারিয়ে যাবো সাগরে



জানি না কেন মন পড়ে রয় তবুও পদ্ম ফোঁটা পুকুরে



একাকী বনে ঘুরে বেড়াবো ভেবেও চিত্ত আমার হাসে না



এমন ভুবন চাই না আমি প্রিয়জনরা যেখানে পাশে রবে না



ভাঙ্গা কুটিরও আমার হয় রাজমহল প্রিয় কারো স্পর্শ পেলে



ভালোবাসার ফুলবাগানে কোলাহলে মেতে উঠি দুঃখ-ব্যথা ভুলে

বিষয়: বিবিধ

১৭১১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File