মনে পড়লো মল্লিক ভাইয়ের সে গান--------

লিখেছেন লিখেছেন শরফুদ্দিন আহমদ লিংকন ০২ এপ্রিল, ২০১৩, ১২:২৯:২০ দুপুর

রাহা। নিজ সৌন্দর্যে যে হয়েছিল লাক্স সুপার স্টার।



হয়তো অনেকের কাছেই সে ছিল পরম কাঙ্ক্ষিত এক নারী।



রহস্যজনক মৃত্যুর কিছুদিন পরেই সে হয়ে গেলো অনাকাংখিত। অস্বাভাবিক মৃত্যু হলেও তার পরিবার অত্যন্ত দ্রুত গতিতে তার দাফন কাজ শেষ করে।



মৃত্যুর রহস্য উদ্ঘাটনের জন্য প্রয়োজন হয় তার লাশ কবর থেকে উঠানোর।



তখন তাকে কাছে পাওয়া তো দূরে থাক, তার শরীরের গন্ধও হয়ে উঠে দূর্বিষহ।



এক সময় যাকে অনেকেই কাছে পেতে চাইতো, আর আজ তার দূর্গন্ধে মানুষ নাকে রুমাল দিচ্ছে।

মনে পড়লো মল্লিক ভাইয়ের সে গান-

টিক টিক টিক টিক যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে,

কেউ কী জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে।

ঝক ঝক তক তক করে যদ্দিন ঘড়ির চেহারা,

তদ্দিন তারে কিনতে চায়যে খরিদ্দারেরা,

-------------------------------------------

চক চক তক তক জীবন ঘড়ি করে যত দিন,

দম থাকে তার সবার কাছে বন্ধু তত দিন।

মনের মাধুরী মিশিয়ে সাজায় নানান সাজে

কেউ কী জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে।

--------------------------------------------------

বিষয়: বিবিধ

২৬৫৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File