প্রতিহিংসার রাজনিতীঃ চুরির মামলা

লিখেছেন লিখেছেন শরফুদ্দিন আহমদ লিংকন ১২ ডিসেম্বর, ২০১৫, ০২:৩৯:৩১ দুপুর

রাজনিতী না করলেও রাজনিতী সম্পর্কে ওয়াকিফহাল থাকাল চেষ্টা করি। রাজনিতী এতটাই নীচে নেমে গেছে যে এটা নিয়ে মন্তব্য করতেও রূচীতে বাঁধে। গত কয়েকদিন আগে সাকা চৌধুরীর ছেলে হুম্মাম কাদেরকে গ্রেফতার করা হয়। শুনলাম, অভিযোগ- মোবাইল চুরি। ধনাঢ্য সাকা চৌধুরীর ছেলে মোবাইল চুরী করবে এ কথা পাগলেও বিশ্বাস করবে না। আগে সাকা চৌধুরীর ধানমন্ডির বাসার সামনে দিয়ে মাঝে মধ্যে যাতায়াত করতে হতো। একবার একজনে দেখিয়ে দিলেন- এটা সাকা চৌধুরীর বাড়ি। এ বিলাশবহুল বাড়িটি সাকার মোট সম্পদের যৎসামান্য মাত্র। আর ওনার ছেলের বিরূদ্ধে মোবাইল চুরীর অভিযোগ-------!!! হাসতেও কষ্ট হয়।

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। তার আদর্শের সাথে আমার আদর্শগত দন্ধ থাকলেও শিক্ষাকে নকলমুক্ত করার পেছনে তার অবদান অনস্বীকার্য। ওনার বিরূদ্ধে অভিযোগ আনা হয়েছে- মহিলার হ্যান্ড ব্যাগ চুরির। খুবই বেদনাদায়ক বিষয়- ওনার মত একজন ব্যক্তি মহিলার হ্যান্ড ব্যাগ চুরীর অপরাধে যখন অপরাধী হয়।

উল্লেখ্য, বি এন পি (একটি দলের নাম)ও কিন্তু এ থেকে মুক্ত ছিলোনা। ক্ষমতায় যখন বি এন পি ছিলো, তারাও এমন প্রতিহিংসা দেখিয়েছে। হয়তো কেউ কম দেখায়, কেউ বেশি দেখায়। তাও হয়তো হেডমের কারনে। বিএনপি’র হেডম থাকলে হয়তো অন্যদের মতই দেখাতো। বি এন পি’র আমলে BAL নেতা সাবের হোসেন চৌধুরীর বিরূদ্ধে প্লেট চুরীর অভিযোগ আনা হয়েছে। ধনাঢ্য সাবের হোসেন চৌধুরী প্লেট চুরি করতে পারেন, একথা কোন বেয়াক্কেলেও বিশ্বাস করবে না।

প্রতিপক্ষকে অপমান ও কোণঠাসা করে রাখার জন্য এ ঘৃন্য চর্চার শেষ কি আমরা দেখে যেতে পারবো???!!!

বিষয়: বিবিধ

১২৮৭ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

353653
১২ ডিসেম্বর ২০১৫ দুপুর ০৩:০২
হতভাগা লিখেছেন : ছিঁচকে চুরি থেকে তারা শুরু করে এখন বিশাল মাকানের মালিক হয়েছে । কিন্তু ছোটকালের সেই অভ্যাসটা রয়েই গেছে ।
353728
১২ ডিসেম্বর ২০১৫ রাত ১০:৪০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : যারা নিজেরা চুরি করে তারা সবাইকেই চোর মনে করে। এই ধরনের মামলাগুলি বেশিরভাগই পুলিশ অফিসার রা করে। উদ্দেশ্য সরকারের সুদৃষ্টি পাওয়া!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File