পার্থক্য

লিখেছেন লিখেছেন শরফুদ্দিন আহমদ লিংকন ২২ নভেম্বর, ২০১৫, ০১:০৫:৫৬ দুপুর

দাওয়াত খেতে গিয়ে দেখলাম তরকারী খুব ভালো হয়েছে। আমি প্রশংসা করার শুরু করলাম- হে ডাল, তুমি কত ভালো।

হে মাংস তুমি কত মধুর

হে সব্জি, তুমি কী চমৎকার !

এমতাবস্থায় আপনারা আমাকে কী ভাববেন???

আমার দরকার ছিলো রাঁধুনীর প্রশংসা করা, তা না করে আমি প্রশংসা করলাম জড় বস্তুর; যে শুনতেই পায়না আমার এ প্রসংসা।

এবার মূল কথায় আসুন। এক কবি প্রশংসা করলো এভাবে- হে দেশ, তুমি কত সুন্দর। তোমার আকাশ সুন্দর, তোমার জমিন সুন্দর। তোমার আকাশ বাতাস আমার প্রানে বাঁশি বাজায় ইত্যাদি ইত্যাদি।

আরেক কবি তাঁর গানে প্রসংসা করছেন এসবের মালিকের।

উদাহরনস্বরূপ এভাবে-

এই সুন্দর ফুল, সুন্দর ফল; মিঠা নদীর পানি- খোদা তোমার মেহেরবানী।

তুমি কত-ই দিলে রতন, ভাই বেরাদার পুত্র স্বজন। ক্ষুধা পেলে অন্ন জোগাও। মানি কিংবা না-ই মানি; খোদা তোমার মেহেরবানী।

দুই শ্রেনীর মধ্যে পার্থক্য এমন-ই।

বিষয়: বিবিধ

১১৫৭ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

350845
২২ নভেম্বর ২০১৫ দুপুর ০১:১৯
প্রক্সিমা লিখেছেন : এত সুন্দর একটি লিখা এত তাড়াতাড়ি শেষ করলেন ।
২২ নভেম্বর ২০১৫ দুপুর ০২:৪১
291236
শরফুদ্দিন আহমদ লিংকন লিখেছেন : Happyযা বলার তা তো বলা হয়ে গেছে
350850
২২ নভেম্বর ২০১৫ দুপুর ০২:০৭
মুজাহিদ হোসাইন সজিব লিখেছেন : সত্যিই অসাধারণ লেখা্!
২২ নভেম্বর ২০১৫ দুপুর ০২:৫৭
291237
শরফুদ্দিন আহমদ লিংকন লিখেছেন : অনেক ধন্যবাদ, ভাই।
350851
২২ নভেম্বর ২০১৫ দুপুর ০২:২২
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : এসব সত্যি কথাকে এখন রাষ্ট্রদ্রোহিতা বলা হয়। সুন্দর লেখার জন্য জাযাকাল্লাহ খাইরান।
২২ নভেম্বর ২০১৫ দুপুর ০২:৫৮
291238
শরফুদ্দিন আহমদ লিংকন লিখেছেন : আপনাকেও আন্তরিক মোবারকবাদ Happy
350900
২২ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:০৮
আফরা লিখেছেন : সুন্দর ও ভাল কথা ছোট হলেই ভাল মনে গেথে রাখা যায় । অনেক ধন্যবাদ ভাইয়া ।
২৩ নভেম্বর ২০১৫ সকাল ১১:৪৩
291352
শরফুদ্দিন আহমদ লিংকন লিখেছেন : আপনাকেও আন্তরিক মোবারকবাদ Happy
350932
২২ নভেম্বর ২০১৫ রাত ১১:৪২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৩ নভেম্বর ২০১৫ সকাল ১১:৪৩
291353
শরফুদ্দিন আহমদ লিংকন লিখেছেন : আপনাকেও ধন্যবাদ Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File