প্রসঙ্গঃ পিস টিভি বন্ধের দাবী
লিখেছেন লিখেছেন শরফুদ্দিন আহমদ লিংকন ৩০ আগস্ট, ২০১৫, ০৩:০১:২২ দুপুর
পিস টিভি বন্ধের দাবী জানিয়েছে কিছু ব্যক্তি।তারা আবার এক শ্রেনীর আলেম। রিপোর্ট জনকন্ঠের তারা স্টার জলসা, জি বাংলা, এইচ বি ও ইত্যাদি চ্যানেল ও পর্নগ্রাফির সাইট বন্ধ করার দাবী জানায়না। কারন মনে করে দেখুন ইমাম সন্মেলনে ইসলামী ফাউন্ডেশনের ডিজির অশ্লীল নাচ ও নর্তকীর সাথে করমর্দনের ঘটনা। ওসব চ্যানেলে এসব জিনিস সহজেই দেখা সম্ভব হয়, কিন্তু পিস টিভিতে এগুলো দেখা যায়না। তাই তারা এ চ্যানেল বন্ধের দাবী জানাতেই পারে। পীর পূজা আর মাজার পূজা বন্ধ করে দিচ্ছে এ টিভি। নিজেদের ব্যাবসা টিকিয়ে রাখার জন্য তাই এ টিভি চ্যানেল বন্ধ করা তাদের প্রধান কাজে পরিনত হয়েছে। ডাক্তার জাকির নায়েকের অগাধ পান্ডিত্ত ও অকাট্য যুক্তির বদৌলতে যখন লাখ লাখ শিক্ষিত অমুসলিম ইসলাম গ্রহন করছে, তখন তা গায়ে আগুন লাগিয়ে দিচ্ছে এক শ্রেনীর ধর্মদ্রোহী ও ধর্মব্যবসায়িদের। ঢাল তলোয়ার বিহীন শুধুমাত্র জ্ঞান-বুদ্ধির অস্ত্র প্রয়োগ করে যখন ডাক্তার জাকির ইসলামকে জনপ্রিয় করে তুলেছেন আপামর জনসাধারনের কাছে, তখন ইসলামের সাথে জংগীবাদের ট্যাগ লাগাতে ব্যর্থ হয়ে হা-হুতাস করছে কিছু ইসলামদ্রোহী আলেম নামীয় জালেম। উল্লেখ করা প্রয়োজন- মুসলিমের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায়না। হযরত নূহ (আঃ) এর ছেলের কথা হয়তো আপনাদের অজানা নয়। দ্বিতীয়ত আবদুল্লাহ আর আবদুর রহমান টাইপের নাম হলেই মুসলমান হওয়া যায়না। আপনাদের হয়তো জানা আছে, জাহেলী যুগের আরবেও এসব নাম ছিলো। তৃতীয়ত কোণ ইসলামিক প্রতিষ্ঠানের দায়িত্বশীল হলেই মুসলমান হওয়া যায়না। আপনারা হয়তো জানেন- মক্কার কাফিররা কাবা ঘরের দায়িত্বে ছিলো। তারা হজ্বও করতো, হাজীদের পানি পান করানোকে তারা পূন্যের কাজ মনে করতো। কিন্তু এরা ছিলো ইসলামে বড় শত্রু। ইসলামী প্রতিষ্ঠানের দায়িত্বে নিয়োজিত হয়ে ইমাম সন্মেলনে অশ্লীল নৃত্য প্রদর্শন করে, জনসম্মুখে নর্তকীর সাথে করমর্দন করে তারা গোপনে আর যে কী করতে পারে সে ব্যাপারে মন্তব্য করতে চাচ্ছিনা। ইসলামিক টিভি বন্ধ করে দেয়া হয়েছে। কেবলমাত্র একটি টিভি চ্যানেলই আছে যেটা ইসলামের বার্তা বহন করছে, এর বিরুদ্ধে লেগেছে ইসলামের দুশমনরা। মানুষরা আগে ভুল বুঝে পীরের পায়ে নিজেদের কষ্টার্জিত অর্থ ঢেলে দিতো, এ টিভির কল্যানে এখন তা কমতে শুরু করেছে। ইসলামের নাম হতে জংগীবাদের ট্যাগ এখন উঠে যাচ্ছে যে টিভির কল্যানে সে টিভি ইসলামের শ্ত্রুদের সহ্য না হওয়াটাই স্বাভাবিক। এদের বিরুদ্ধে জনমত গঠন করা দরকার। শেষ করছি পবিত্র কুরআনের একটি আয়াত দিয়ে-
"নিশ্চয়ই মুনাফিকদের স্থান জাহান্নামের সর্বনিম্ন স্তরে|" [সূরা আন-নিসা, আয়াত ১৪৫]
বিষয়: বিবিধ
১৬০৩ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন