সাইয়েদ আহমদ বেরেলভি (রহঃ)- প্রেরনার এক অনন্য নাম

লিখেছেন লিখেছেন শরফুদ্দিন আহমদ লিংকন ০৬ মে, ২০১৫, ১০:১২:৪৮ রাত

আজ ৬ই মে।

১৮৩১ সালের এই দিনে উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের বালাকোট প্রান্তরে নিহত হন সাইয়েদ আহমদ বেরেলভি (রহঃ) ও শাহ ইসমাইল (রহঃ) সহ ১৩৫ জন মুজাহিদ।

মুসলিম বাহিনীর পক্ষে ছিলেন মাত্র ৯০০ মুজাহিদ, অন্য পক্ষে ছিল আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত ও প্রশিক্ষিত ২০ হাজার সৈন্যসংবলিত শিখবাহিনী এবং স্থানীয় বিশ্বাসঘাতক চক্র।

মুসলিম বাহিনীর সেনাপতি ছিলেন সাইয়েদ আহমদ বেরেলভি (রহঃ)।

তিনি ১৭৮৬ সালের ২৯ নভেম্বর উত্তর প্রদেশের রায় বেরেলিতে জন্মগ্রহণ করেন। ১৮০৪ সালে দিল্লি গিয়ে শাহ আবদুল কাদেরের কাছে আরবি-ফারসি ভাষায় ব্যুৎপত্তি অর্জন করেন।

একপর্যায়ে নবাব আমির খানের সেনাবাহিনীতে যোগ দেন। কিন্তু কয়েক বছর পর আমির খান ইংরেজদের সাথে সন্ধি সূত্রে আবদ্ধ হওয়ায় তিনি শাহ আবদুল আজিজের খেদমতে হাজির হন।

তিনি আধ্যাত্মিক সাধনায় অনেক উচ্চশিখরে আরোহণ করেছিলেন। আবদুল আজিজের ভ্রাতুষ্পুত্র শাহ ইসমাইল ও জামাতা আবদুল হাই তার হাতে বায়াত গ্রহণ করেন।

তাঁর দাওয়াতে প্রায় ৪০ হাজার হিন্দুসহ বিভিন্ন ধর্মাবলম্বী ইসলাম গ্রহণ করেন। ১৮২২ সালে তিনি ৭৫৩ জন যাত্রী নিয়ে পবিত্র মক্কা নগরীতে যান। হজ করে ১৮২৪ সালে রায় বেরেলি ফিরে আসেন।

মুসলিম সমাজে প্রচলিত কুসংস্কার দূরীকরনে তিনি আপ্রান প্রচেষ্টা চালান। গড়ে তোলেন এক মুজাহিদ বাহিনী, যাদের দিন কাটতো ময়দানে আর রাত কাটতো জায়নামাযে।

বালাকোটের যুদ্ধ পর্যন্ত প্রায় ১১ যুদ্ধে তাঁর নেতৃত্বে মুজাহিদরা শিখ সৈন্যদের বিশাল বিশাল বাহিনীকে পরাজিত করেছিলো।

আমৃত্যু দ্বীনের পথে সংগ্রামকারী এ মহান মুজাহিদ ১৮৩১ সালের ৬ই মে বালাকোট প্রান্তরে শিখ সৈন্যদের সাথে এক অসম যুদ্ধের এক পর্যায়ে মারাত্মক আহত হয়ে ঢলে পড়েন মৃত্যুর কোলে। ইন্নালিল্লাহি-----রাজিউন।

মহান আল্লাহ ওনার শাহাদাতকে কবুল করুন। ওনার সাথে সেদিন আর যারা ইসলামের পক্ষে যুদ্ধে নিহত হয়েছেন প্রত্যেককে শহীদ হিসেবে কবুল করুন। আমাদেরকেও শাহাদাতের মর্যাদা লাভের তাওফিক দান করুন।– আমিন।

বিষয়: বিবিধ

১৭৭৭ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

318549
০৬ মে ২০১৫ রাত ১০:৩৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সাইয়েদ আহমদ বেরেলভি এবং শাহ ইসমাইল শহিদ এর কথা আমাদের কে ভুলিয়ে দেওযা হচ্ছে। তার সুযোগ্য সাথি মাওলানা কেরামত অালি এবং নূর মুহাম্মদ নিযামপুরির কথাও আমরা জানিনা বা জানতে পারছি না।
318568
০৭ মে ২০১৫ রাত ০১:১৩
সরল মন লিখেছেন : সাইয়্যেদ আহমদ শহীদ ব্রেলভী রহঃ একটি নাম, একটি ইতিহাস। যিনি সুন্নীয়তের বিপ্লব সৃষ্টি করেছিলেন ভূ-ভারতের আনাচে-কানাচে, আমৃত্যু লড়াই করে গেছেন সত্যের পক্ষে অসত্যের বিরুদ্ধে। অত্যাচারী বৃটিশ সফেদ দেওদের বিরুদ্ধে শুরু করেছিলেন পরাধীনতার শেকল ভাঙ্গার লড়াই, যা চির জাহান্নামী ইংরেজদের ভিত কাঁপিয়ে দিয়েছিল। ফলে ধূর্ত কাফিররা সুকৌশলে তাকে "ওয়াহাবী" ট্যাগ লাগিয়ে দেয়। যাতে এই মহান মুজাহিদকে সাধারণ মুসলমানদের কাছথেকে দূরে সরিয়ে দেওয়া যায়, যা উইলিয়াম হান্টারের লেখনী দ্বারা প্রমাণিত। তাইতো আলীগড়ের সৈয়দ আহমদ খাঁন ইংরেজদের পক্ষ থেকে স্যার উপাধিতে ভূষিত হন আর আর সাইয়্যেদ আহমদ শহীদ ব্রেলভী রহঃ ওয়াহাবীর তহমত পান।
-
কিন্তু তিনি ছিলেন জামানার মহান মোজাদ্দীদ, তাই দমে না গিয়ে তিনি সর্বপ্রকার অন্যায়, অত্যাচার, অধর্মের বিরুদ্ধে তার সত্যের তরবারি চালিয়ে যেতে থাকেন। তা দেখে কাফির-মুনাফিকদের অন্তরাত্মা কেঁপে উঠে, এবং তারা চতুর্মুখী ষড়যন্ত্রে লিপ্ত হয়। এবং বিপ্লবের এই দীপ্তমান সূর্যকে অস্তমিত করতে উঠেপড়ে লেগে যায়।
-
এরই ফলশ্রুতিতে সিন্ধু পারের তামাম মুসলমানদের সর্বপ্রকার মুক্তির নিমিত্তে বালাকোটের রুক্ষ প্রান্তরে নিজের বুকের তাজা রুধির বিসর্জন দিয়ে ছিন্ন মস্তকে মাওলায়ে হাক্বীকির সান্নিধ্যে পাড়ি জমান। আর রেখে যান এক বিপ্লবী চেতনা, যে চেতনায় উজ্জীবিত হয়ে লক্ষ কোটি মুসলিম জনতা চলে মদীনার পানে।
-
বালাকোটের অবিনাশী চেতনা শতাব্দীর পর শতাব্দী আমাদেরকে পথ দেখাবে এগিয়ে চলার। চেতনার বাতিঘর অনুসরণ করে চললে মুসলিম জাতি কখনও পথ হারাবে না।
318578
০৭ মে ২০১৫ রাত ০২:৩১
সাদিয়া মুকিম লিখেছেন : শেয়ার করার জাযাকাল্লাহু খাইর!
318594
০৭ মে ২০১৫ সকাল ১১:৫৪
লেন্দুপ দর্জি লিখেছেন : এসব পুরাতন ইতিহাস...
এখন লিখুন জাতির জনক শেখ মুজিবের নাম
তবেই পাবেন সম্মান আর বড় বড় ইনাম।
318633
০৭ মে ২০১৫ দুপুর ০২:২৬
আবু জান্নাত লিখেছেন : তারাই তো আমাদের পূর্বসূরী। আমরা আজ দুনিয়ার লোভে তাদের ভুলতে বসেছি। আল্লাহ তায়ালা মুসলিমদের তাদের চেৎনায় উজ্জিবিত করুক। আমীন।
318658
০৭ মে ২০১৫ দুপুর ০৩:৫৬
বুসিফেলাস লিখেছেন : তাদের জন্য দোয়া রইল আমাদের দেশে তাদের মত লোক আজ খুবই প্রয়োজন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File