আবেগ দিয়ে নয়, বুঝতে হবে বিবেক দিয়ে

লিখেছেন লিখেছেন শরফুদ্দিন আহমদ লিংকন ১১ জুন, ২০১৩, ০৫:০০:৩৭ বিকাল

ইসলামের বিরুদ্ধে আজ উঠে পড়ে লেগেছে বিভিন্ন ব্যক্তি, দল ও সংগঠন। নানান উপায়ে ইসলামের বিরুদ্ধে কুৎসা রটাতে তারা সিদ্ধহস্ত। অত্যন্ত দূর্ভাগ্য জনক হলেও সত্য অতিরিক্ত আবেগের কারনে আমাদের অনেক ভাই বোনেরা অনেক সময়ই তাদের বিভিন্ন কূট কৌশল বুঝতে ব্যর্থ হয়।

সম্প্রতি ফেইসবুকে মুসলমানদের ধর্মীয় প্রশংসা করা কিছু ছবি অনেকেরই নজরে পড়েছে। ভালোভাবে যাচাই বাছাই না করেই ইসলাম প্রিয় ভাই বোনেরা আবেগে আহ্লাদিত হয়ে এ ছবি গুলোতে লাইক, শেয়ার, কমেন্ট করে এগুলোকে বেশ জনপ্রিয় করে তুলছে।

এভাবে অতি অল্প সময়েই এ জাতীয় ছবি চলে যায় অনেকের কাছে।

যেমন এই ছবিটি

শত শত লাইক ও শেয়ার রয়েছে ছবিটিতে।

অনেকেই সুবহানআল্লাহ, আল্লাহু আকবর প্রভৃতি লিখে কমেন্টও করেছেন।

অথচ একটি ফটোশপ প্রতিযোগীতার জন্য এ ছবিটি বানানো হয়েছিল।

আল্লাহর কুদরত নিয়েও মানুষের সাথে প্রতারনা করা হয়েছে এ ছবিটির মাধ্যমে। আর আমাদের ভাই বোনেরা এগুলো দেখে কোণ যাচাই বাছাই না করেই বিশ্বাস করছেন এবং এগুলো প্রচারেরও ব্যবস্থা করছে।

কিছুদিন আগে ফেইস বুকে হাসি দেয়া একজন মৃত মহিলার ছবি দেখতে পাই।

এটাকে তার দুনিয়ায় ভালো কাজের ফলাফল বলে বুঝানো হয়েছে।

কিন্তু মানুষ মারা যাবার পরে তার শরীরের মাসেলগুলো স্টিফ হয়ে যায়। একে বলে রিগোর মরটিস(RIGOR MORTIS)।

প্রায় ঘণ্টা খানেকের মধ্যেই চোখের পাতার মাসেল স্টিফ হয়ে যায়, যার কারনে মানুষ মারা যাবার কিছুক্ষনের মধ্যেই যদি তার চোখ বন্ধ করে দেয়া না হয়, তাহলে তার চোখও খোলা থাকবে।

তেমনিভাবে ২-৪ ঘণ্টার মধ্যে মুখের মাসেল স্টিফ হয়। তাই এসময়ের মধ্যে মুখ খোলা থাকলে যদি তা বন্ধ করা না হয়, তাহলে তা আর বন্ধ হবে না।

অথচ এটাকে অলৌকিক কাহিনী বলে প্রচার করে মুসলমানদেরকে বিভ্রান্ত করা হচ্ছে।

একজন মুসলিম হিসেবে যতটুকু জানি, মহিলাদেরকে মৃত্যুর পরও যখন খাটের উপর তাদের লাশ রাখা হয়, তখন উপরে কুরআনের আয়াত সংবলিত একটা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়, যাতে শরীরের কাঠামো বুঝা না যায়।

মাহাররাম পুরুষ ছাড়া মৃত্যুর পরও অন্য মানুষদের সামনে মহিলাদের দেখানো উচিৎ নয়।

কিন্তু স্বাভাবিক একটা বিষয়কে অলৌকিক কাহিনী বলে প্রচার করতে গিয়ে এ বিষয়গুলোকেও অবহেলা করা হয়েছে।

আমাদের মনে রাখা প্রয়োজন, আমাদের বিরুদ্ধে সক্রিয় আজ হাজারো ইসলাম বিদ্বেষী। ছলে বলে কৌশলে তারা আমাদের প্রতারিত করছে। তাই আমাদেরকে যে কোন কিছু বিশ্বাস করার আগে ভালোভাবে যাচাই বাছাই করে নিতে হবে। কোন কিছু শুনার সাথে সাথেই তা বিশ্বাস করে প্রচারের চেষ্টা করা থেকে বিরত থাকতে হবে। আমাদের মনে রাখা উচিৎ-

রাসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ

"কোনো ব্যাক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ঠ যে, সে যা শুনে তাই যাচাই না করে বিশ্বাস করে এবং অন্যের কাছে প্রচার করে।" (সহীহ মুসলিম ১ম/হাঃ ৫)

বিষয়: বিবিধ

২৪৯১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File