অবাক হচ্ছি আমাদের কিছু ভাইয়ের বিবেক বোধ দেখে!!!

লিখেছেন লিখেছেন শরফুদ্দিন আহমদ লিংকন ০৩ জুন, ২০১৩, ১১:০২:৩০ সকাল

বাংলাদেশে ইসলাম ও মুসলমানদের অবস্থা এখন ভয়াবহ।

এখানকার মুসলমানরা আজ চরম নির্যাতিত।

অথচ আলেম ওলামাদের অক্লান্ত পরিশ্রমের ফলে এক সময় এদেশ ইসলামের এক চরম উর্বর ভূমিতে পরিণত হয়েছিল।

নানা রকম দন্ধ সংঘাতে লিপ্ত হয়ে মুসলমানরাই এ ভূমিকে করে ফেলেছে অনুর্বর।

কিন্তু চরম নির্যাতনের শিকার হবার পর আবার মুসলমানদের মধ্যে ঐক্যের দানা বাঁধতে শুরু করে। মতানৈক্য সহ ঐক্য স্থাপিত হয় তাদের মধ্যে।

এতে বাতিল শক্তি হয়ে পড়ে ভীত সন্ত্রস্থ।

কিন্তু দুর্ভাগ্য!!!

এ অবস্থায় পৌঁছার পরও আমাদের কিছু ভাইয়েরা নিজেদের মধ্যকার কিছু খুঁটি নাটি বিষয় নিয়ে আবারও দন্ধ সংঘাতে লিপ্ত হতে চাচ্ছেন।

ফেইসবুকের বিভিন্ন পেইজেও তারা বিরোধীদের মত নিজের ভাইদের আক্রমণ করে যাচ্ছে।

নিজ ভাইদের প্রতি তাদেরকে কখনো কখনো এতটাই বিদ্বষী মনে হয় যে তারা অনেক ক্ষেত্রে বিরোধীদের ওয়েব সাইটের লিঙ্ক ব্যবহার করে, যেখানে মুসলমানদের বিরুদ্ধে কথা বলা আছে।

এ মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন মুসলিম উম্মাহ'র ঐক্য।

এত নির্যাতিত হবার পরেও যদি আমরা ঐক্যবদ্ধ হতে না পারি, খুঁটি নাটি বিষয়ে মত বিরোধের কারনে নিজের ভাইদের প্রতি শত্রুতা পোষন করি, তাহলে এর চেয়ে বড় দূর্ভাগ্য মুসলিম জাতির জন্য আর কী হতে পারে!!!???

বিষয়: বিবিধ

২২২৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File