পাগলা ব্যাটার চিরকুট

লিখেছেন লিখেছেন পাগলা ব্যাটা ২৮ ফেব্রুয়ারি, ২০১৩, ০৯:২৭:০৮ সকাল

হে বালক!

একটু ভাবতো বালক.

তুমিতো নিজেকে মুসলামান দাবী কর;

কিন্তু একজন মুসলমান হিসেবে মহান ইসলাম ধর্মের

কতটুকু পালন করতে পেরেছো তুমি?

আল্লাহ্ র হুকুম কতটুকু পালন করতে পেরেছো ?

রাসুলের (সা.)সুন্নাহ্ কতটুকু অনুসরন করতে পেরেছো ?

একজন বাঙ্গালী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাও ভালো কথা

কিন্তু তার আগে কি নিজেকে মুসলমান হিসেবে প্রতিষ্ঠিত করা জরুরী বিষয় নয় ?

আমাকে আবার জামাত-শিবির সমর্থক বলে মনে করোনা

কারন আমি সেই মহান স্রষ্টার নামে শপথ করে বলছি, জীবনে একটিই রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলাম আর সেই দলটির নাম আওয়ামিলীগ।

আমি এখন আর কোন রাজনিতীর সাথে যুক্ত নই তবে নিজেকে একজন আদর্শ মুসলিম হিসেবে গড়ে তোলার জন্য প্রানপন চেষ্টা করছি।

আমার কথায় রাগ করোনা তুমি ; আমি পাগল মানুষ,

আমি শুধু এতটুকু বুঝি দুনিয়ার সব ছেড়ে আমি যখন কবরে যাবো তখন কোন রাজনৈতিক দলের আদর্শ দিয়ে আমাকে মুল্যায়ন করা হবে না আমাকে মুল্যায়ন করা হবে আমি কেমন মুসলিম ছিলাম সেটা দিয়ে।

কাল হাসরের মাঠে

আমার পশে থাকবে শুধু আমার নেক আমলগুলো।

মনে রেখো হে ভ্রান্ত পথের পথিক!

কোরআনই একমাত্র সংবিধান, সঠিক দিক নির্দেশনা

আরও মনে রেখো, তোমাকে আমাকে একদিন ফিরে যেতে হবে সেই

মহাপরাক্রমশালী প্রভূ আল্লাহ্ র কাছে।

মহান আল্লাহ্ তোমাকে আমাকে সহ সকল মুসলমানকে সঠিক পথে পরিচালিত করুন। আমিন।

বিষয়: বিবিধ

১০১১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File