পবিত্র কোরআনে মহান আল্লাহ্ এরশাদ করেছেন: মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু
লিখেছেন লিখেছেন পাগলা ব্যাটা ০৩ মে, ২০১৩, ০৩:১০:৪৪ দুপুর
আজ ফজরের নামাজ আদায় করে জরুরী প্রয়েজনে নরসিংদী জেলায় এসেছি। এখানে এসে হঠাৎ দেখা হলো আমার এক চাচা শ্বশুরের সাথে।
উনি আগে নিয়মিত নামাজ আদায় করতেন না। গত কয়েক বছর ধরে নিয়মিত নামাজ আদায় করছেন, সুন্নতি দাড়ি রেখেছেন।
এখন মাথায় সব সময় টুপি রাখেন।
উনাকে দেখে ভালো লাগলো, আমার মুখে দাড়ি দেখে উনিও খুশি হলেন।
আমরা কুশল বিনিময়ের পর ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা শুরু করলাম।
আলোচনার এক পর্যায়ে ইসলামের দৃষ্টিকোন থেকে মানুষ ও মানবতার কল্যানে কাজ করার গুরুত্ব সম্পর্কে কথা শুরু হলো।
উনি একটা বলছেন আমি একটা বলছি, তবে উনি মুরুব্বি বিধায় আমি উনাকে বেশী বলার সুযোগ দিচ্ছিলাম।
আমি বললাম " বড়ই আফসোস্! মনবতার কল্যানে আজ যেখানে মুসলমানদের এগিয়ে থাকার কথা ছিলো সেখানে বর্তমান জমানায় খৃষ্টানদেরকে দেখছি এগিয়ে আছে" ।
উনি এই কথার উত্তরে বললেন " আরে যে মানুষকে ভালোবাসে, যে মানবতার কল্যানে কাজ করে সেইতো মুসলমান। তুমি যে খৃষ্টানদের কথা বলছো মানবতার কল্যানে কাজ করে আসলে ওরাই আসল মুসলমান"। !!!!!!!
মাথা আমার আউলাইয়া গেলো, শ্বশুর ব্যাটা কয় কি!!?
আমি তাকে বুঝাতে চাইলাম -শুধু মানবতার সেবা করলেই মুসলিম হওয়া যায় না চাচা.... ....উনি আমার মুখের কথা থামিয়ে দিয়ে বলতে লাগলেন
"দেখো পবিত্র কোরআনে মহান আল্লাহ্ এরশাদ করেছেন: মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু (অর্থ: যে নিজেকে চিনতে পেরেছে, সে প্রভুকে চিনেছে).......
আমার মাথাতো এইবার পুরাই খারাপ হইয়া গেলো।
আমি বললাম: "বলেন কি চাচা !!! মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু কথাটা পবিত্র কোরআন শরীফের কোথায় আছে চাচা?
উনি বেশ গম্ভীর হয়ে বললেন " এটা সুরা বাকারার একটা আয়াত" ।
আর যায় কই !!
আমি তার গম্ভীর মুখের দিকে-চোখের দিকে সরাসরি তাকালাম, ভালো ভাবে পর্যবেক্ষন করলাম।
এবার আমি গম্ভীর হলাম এবং বললাম " চাচা আজ আপনি আমার এখানে থাকেন, আপনার সাথে আমার আলোচনা আছে পবিত্র কোরআন শরীফ নিয়ে" ।
কিন্তু উনি অবস্থা বেগতিক দেখে ব্যাস্ততার অজুহাতে চলে গেলেন।
আমি উনাকে বুঝাতেই পালাম না যে,
উনি কত বড় ধোঁকায় পরে আছেন আমি উনাকে বলতেও পারলাম না যে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু এটা পবিত্র কোরআনের বানী নয়।
( মেশকাত শরীফে আছে, হযরত আলী(রা.) বলেছেন:মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু )
হায়রে মুসলমান!!
বিষয়: বিবিধ
৯১৩২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন