আমার বাচ্চার গালি সমগ্র (জুনিয়র-২ এর)
লিখেছেন লিখেছেন চোরাবালি ০৩ ডিসেম্বর, ২০১৪, ০১:২৬:১০ দুপুর
বর্তমান বয়স ২বছর ১১মাস।
সব বাবা মা'ই তাদের বাচ্চাদের সবদোষ লুকিয়ে ভালগুলি এমন ভাবে প্রচার করে তাতে মনে হয় বাচ্চা সদ্য ভূমিষ্ট হওয়া শিশু এর পেছনে যথেষ্ট ভাল দিক আছে। বাচ্চাদের প্রশংসা করলে তারা সে কাজে মনোনিবেশ করে এবং সে কাজটি করে চায়। তাই তাদের দোষগুলি ঢেকে ভালকাজের প্রশংসা করলে তারা ভাল দিকগুলিতে বেশী মনোনিবেশ করে। আজ একটু নিয়ম ভেঙে বাচ্চাদের গালিগুলি নিয়ে আয়োজন গালি সমগ্র।
প্রথমেই বলে রাখি আমি গার্মেন্টেস কামলা; আর এই কামলা ক্ষেত্রে এমন একটা জায়গা এখানে ওয়াজ নসিয়ত না করলে মাঝে মাঝেই কাজ আদায় করা সম্ভব হয় না। আমি যে বিভাগের কর্মকর্তা সে বিভাগটি হল বানিজ্যক বিভাগ সরাদিন কাজ চলে সরকারী বলদা থুক্কু ঘুষখোর গোষ্ঠীর সাথে; মাঝে মধ্যেই তরজমা সহ ওয়াজ নসিয়ত করতে হয়।
আর ফোনেও মাঝে মাঝে ওয়াজ নসিয়ত করে ফলে যেটি আমার সবসময় সঙ্গে থাকা ছোটলেলেটি খুব মনোযোগ দিয়ে শ্রবণ করে থাকে। আর যতই চেষ্টা করিনা কেন মুখ ফসকে দু'একটি বের হয়েই যায়। আর কমন যে গালিটি ব্যবহার করি সেটি আমার আঞ্চলিক গালি বোকা_দনা।
তো কদিন আগেই ফোনে কথা বলছিল আমার শ্বশুর মানে তার নানার সাথে। কথার একপর্যায়ে হয়তো তার কোন কথা পচ্ছন্দ হয় নাই একটি শব্দ বলে ফোন রেখে দিল। আর আমার কাছে এসে গলা ধরে বলল- বাবা আমি নানা ভাইকে বাকাচো_ বলেছি। আমার তো শুনে মাথায় হাত যে তার সামনে আমি কবে এই গালিটি কাকে দিয়েছে খেয়াল নেই কিন্তু সে ঠিকই মনে রেখেছে। পরবর্তীতে শ্বশুরও এই কথার অর্থ বুঝেছে- এবং সব দোষ চাপিয়েছে আমার ঘারে; ওর মুখের ভাষা খারাপ আর সবগুলি ওর কাছ থেকেই শেখে।
দিন দশেক আগে বাসায় ঢুকতেই আমার কলে না উঠে আঙুল উচিয়ে বলল আমার ক্যাটবেরী আনছো? আমি বললাম বাবা তো অসুস্থ্য হাটতে পারে না; আম্মু এনে দেবে; সঙ্গে সঙ্গে উত্তর ছাদলের বাচ্চা ছাদল; অফিস যাও আর আমার চকলেট আনতে পারো না। আমার সাথে কথা বলবা না বলে কাঁদতে লাগল।
আমার বাচ্চা দুটি এতটাই দুষ্ট যে মাঝে মাঝে সিনেমা ছেড়ে দিয়ে আমার তিনি একটু অন্যঘরে বিশ্রামের চেষ্টা করে। তো সেদিন দেখেছে 'লে হালুয়া' এবং রাতে ঘরে ফিরেই দেখে দুই ভাই চর্চা করছে -শালার শ্বশুর- শালার পুত এই শব্দগুলি।
আমি বুঝিয়ে সুন্দর করে বললাম বাবা এই গুলি বলে না; বললে মানুষ খারাপ বলে; ও বলে আচ্ছা আর বলব না; ঠিক সেই দিনই বিকেলে ফোন দিয়ে বলছে আমার জন্য ব্যাট বল নিয়ে আসবা; আমি না শোনার ভান করে বললাম বাবা বুঝতে পারি না; এবার সে জোরে বলল ছাদলের বাচ্চা ব্যাটবল নিয়ে আসবা তা না হলে আমি আবার বাকাচো_ বলব বলে ফোন রেখে দিল।
গতপরশু ফিরলাম ঢাকা থেকে রাতে। বাসায় ফিরতেই বড় ছেলে শুরু করল তার কেডস কোথায়; বাবা তো এত হাঁটতে পারে না; আম্মু এখান থেকে কিনে দেবে শুনে কাঁদতে লাগল। এবার ছোট বাচ্চা শুরু করল- টাকা তোমার শ্বশুর দেবে? হ্যাঁ তোমার শ্বশুর দেবে; আমি ওর কথায় একটু শুধু বলেছি; হ্যাঁ ওর শ্বশুর দেবে টাকা; ওমনি সে লাফদিয়ে টেবিলের উপর উঠে বলল ওকে বলে ওকে বল (বড় ছেলেকে উদ্দেশ্য করে) ওর শ্বশুর দেবে নাকি।
পিচ্চিটা প্যান্ট পড়তেই চায় না; গতশুক্রবার ওর মা শুধু বলেছে এই বস্তির বাচ্চা প্যান্ট পড় তা না হলে পিটানি খাবি। বলতে দেরি আর উত্তর করতে দেরি না। - তুই বস্তি তোর বাবা বস্তি তোর মা বস্তি তোর শ্বশুর বস্তি তোর শ্বাশুর বস্তি; তোর সব বস্তি- আমার বাবা অনেক ভাল।
আমার অভ্যাস রাত ১০টার মধ্যে শুয়েপড়া আর ফোর ৫/৬টার মধ্যে উঠেপড়া। বড়টা বেশ অভ্যেস এ নিয়মে কিন্তু পিচ্চিটা শুরু করে বিভিন্ন অজুহাত। আমার দাঁত ব্রাশ হয় নাই; পানি খাব; দুধ খাওয়া বাদ আছে। না ঘুমানোর জন্য কিছু সময় পর পর বিভিন্ন অজুহাত। গতকাল ওর মা জোর করে শুইয়ে রেখেছে ও চিৎকার করে কাঁদতে কঁদতে বলে বাবা আম্মু অনেক দুষ্টু আমি এই ছাদলের কাছে ঘুমাবো না।
অসুস্থ্য শরীরে সহ্যের সীমা অতিক্রম করলে বড়টাকে দিলাম পিটানি দিয়ে অন্যরুে পাঠালাম আর পিচ্চিটাকে অন্যরুমে। পিচ্চিটাে কোন এক ফাঁকে রান্না ঘরে ওর মার কাছে গিয়ে নালিশ দিচ্ছে আম্মু এই ছাদলের বাচ্চা অনেক দুষ্টু ওরে ঘর থেকে বের করে দাও; আজ ওর ভাত দিবা না। আমি আবারও লাঠি হাতে করতেই দৌড়ে বিছানায় কাঁদতে কাঁদতে বলতে লাগল ছাদলের বাচ্চা আমি লাঠি দেখলে ভয় পাই।
বিষয়: বিবিধ
৩০৪৪ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আজ আমার ছেলের তিন বছর পূর্ণ হল।
http://www.bdmonitor.net/blog/blogdetail/detail/1980/ohidul/58279
কারনটা বিস্তারিত জানতে ইচ্ছে হচ্ছে। প্লিজ বলুন।
* আপনি কি যৌতুক মুক্ত বিয়ে কেরেছেন, মানে নগদ দেন মোহর দিয়ে?
* আপনার মুখে কি সুন্নতি দাড়ি আছে?
* আমাদের ভাবী সাহেবার কি পুরোপুরি পর্দা আছে?
প্রশ্নশুনে আমারে উল্টা পাল্টা বকা দিয়েন না ভাই। পারলে উত্তর জানায়েন।
আপনার ২নং প্রশ্নটি ছাড়া সবই যুক্তিসংগত। বাঁকিদুটি যতটা সম্ভব মেনে চলি
পাশের ফ্লাটে একজন ডাক্টার থাকেন তার বাচ্চার বয়সও ২বৎসর; মাত্র কথা শিখছে কিন্তু তুত্তার বাচ্চা তার জাতীয় সংগীতে পরিণত হয়েছে; শিখেছে সিনেমা থেকে। কিন্তু উনাদের মুখে আমি কখনও শুধু ভাষা ছাড়া আঞ্চলিক ভাষায় কথা বলতে পর্যন্ত শুনিনাই।
বাচ্চারা আসলে খারাপ কথাগুলি এতবেশী মনে রাখে যা কল্পনাতীত
দুইটাগলি এতবেশী দেয় যে কোন ভাবেই নিয়ন্ত্রণে আনতে পারছি না।
মন্তব্য করতে লগইন করুন