কি লিখব মাথায় কিছু আসে না
লিখেছেন লিখেছেন চোরাবালি ২৫ আগস্ট, ২০১৪, ০৮:৩৬:৪৬ সকাল
দীর্ঘদিন ব্লগে কিছু লেখা হয় না। আজ ভাবলাম কিছু একটা লিখি কিন্তু কি লিখব মাথায় কিছু আসে না।
চারিদিকে ব্যস্ততায় রাজনিতিক করিডোর
মাতৃ ভান্ডারের মিষ্টি খেয়ে শরীর জমিয়ে
গাজায় ইসরাইলী হত্যার প্রতিবাদে আঁকি ব্যনার
মাথায় ফেস্টুন হাতে ঝান্ডা নিয়ে এগিয়ে চলা।
ইহুদীবাদী ধর্মহীন খৃষ্টান মিশনারী স্কুলে
আদরের সন্তান বসে আছে অপেক্ষায়
ঘরনী আছে ভারতীয় সিরিয়ালে মগ্ন এতক্ষণে
দেশের খবর রাখে না কেও যেখানে।
_________________________
_________________________
_________________________
ধত্তেরী
বিষয়: বিবিধ
১০৬৯ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন