সাংবাদিকদের বাঁশ দিতে চওয়া কি খুব খারাপ ইচ্ছা??
লিখেছেন লিখেছেন চোরাবালি ১২ আগস্ট, ২০১৪, ০৪:২৯:০৯ বিকাল
হয়তো মাননীয় মন্ত্রী'র মুখে শব্দটি বেশ অশ্লীল কিন্তু সাংবাদিকদের এই পশ্চাৎদেশ দিয়ে বাঁশ দিতে চাওয়াটা মনে হয় না খুব খারাপ কিছু।
কারণ আমরা দেখে থাকি কিভাবে এই বেজন্মাগুলি সংবাদকে ঘুরিয়ে ফেলে।
অষ্টম শ্রেণীতে পড়ুয়া মেয়ের বয়স হয় ১২বছর। আমার মনে প্রশ্ন জাগে স্কুলে কি মেয়ের মা পড়েছে নাকি স্বয়ং মেয়ে পড়েছে? কেননা নার্সারি/কেজি/বাটখারা যদিও কেও নাও পড়ে তা হলে ৮ক্লাস পড়তে নূণ্যতম আট বছর ইস্কুলে থাকতে হয়। আর কেজি বাটখারায় আরো তিন বছর তা হলে দরকার ১১বছর ইস্কুলে। কথা হল মেয়েটি কতবছর বয়স থেকে ইস্কুলে গেল?
প্রলোভন দেখিয়ে ১বছর ধরে ধর্ষণ। ধর্ষণ অর্থ জোর করে ইচ্ছার বিরুদ্ধে কামবাসনা চরিতার্থ করা। সেখানে ১/২ দিন হতে পারে ১বছর ধরে কিভাবে হয়?
আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষের নিউজ আশে জামায় শিবিরের ঝটিকা আক্রমন হিসেবে।
এরকম হাজারো বানোয়াট খবর যারা প্রতিনিয়ত বানিয়ে আমাদের ম্যাংগো পিপুলকে বিভ্রান্ত করে চলে তাদের কি শুধু বাঁশে কম হয়ে যায় না?
আর ৪টা ভাত ছিটালে তো সাংবাদিকের যন্ত্রনায় কাক দেখা দায়।
বিষয়: বিবিধ
১৩৫৫ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সাংবাদিকেরা এতটা সন্মান পাবার যোগ্য না ।
মন্তব্য করতে লগইন করুন