প্রেমের বাজারে ছেলেদের যত যন্ত্রনা
লিখেছেন লিখেছেন চোরাবালি ০৮ জুলাই, ২০১৪, ০৮:২৮:২৩ সকাল
# কোন মেয়ে যদি প্রেমর পর ছেলেকে বিয়ে না করে সে মেয়ে হয় আধুনিকা; নিজের ভাল বোঝে- আর যদি সে ছেলে করে প্রতিবাদ তা হলেই হয়েছে- ছেলেকে হতে হয় বখাটে।
# এক ছেলের সাথে প্রেম করে তাকে ছেড়ে অন্য ছেলের সাথে প্রেমে মজলে; মেয়ে তার ভুল বুঝে সুধরানোর চেষ্টা- যদি সে প্রেমের করে ছেলেটি প্রতিবাদ তা হলেই ব্যাস; হয়ে যায় ইভটিজার।
# প্রেমের টানে যদি মেয়ে ভাগে ছেলেকে নিয়ে, নিশ্চিত মামলা অপহরনের- আইবুরি ২৪বছরের মেয়ে ১৬তে বিয়ে হলে ৩বাচ্চার মা হয়ে যেত সে মেয়েও হয়ে যায় নাবালিকা।
# অভিসারে গিয়ে ধরা পড়লে- সবাই বলে একবাক্কে ফুসলিয়েছে ছেলে। মেয়ে যে বেহেস্তের বড়ই পাতা সে কেন যাবে।
আর যদি
# মেয়েরা যখন ছেলেদের করে টিজ তখন সে দুষ্টু মেয়ে; ফাজলামি করে বেশ।
# প্রেম করে ছেলে বিয়ে না করে- মেয়ে ছেলের বাড়ীতে গেলে হয়ে যায় মেয়ে প্রতিবাদী; খবরের কাগজে আসে খবর বিয়ের দাবিতে অনশন।
# যদি হয় সম্পর্ক আরো গভীরে; গড়ায় যদি বিছানাতে- খবরের কাগজে আসবে খবর- ফুসলিয়ে ধর্ষণ বছর ধরে; নিশ্চিত মামলা ধর্ষণের।
# রঙ্গ লীলার চিত্র ধারণ যদিও হয় অধিকাংশ ক্ষেত্রে উভয়ের সম্মতিতে; পরবর্তীতে সে চিত্রই কাল হয় ছেলের কপালে; খবর পাওয়া যাবে চিত্র দেখিয়ে করেছে ভোগ দীর্ঘদিন ধরে।
বিষয়: বিবিধ
১৪৪৪ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন