এবারের এসএসসিতে প্রশ্নপত্র ফাঁস হয়নিঃ নুরুল ইসলাম নাহিদ বলেছেন (শ্রদ্ধা না জানিয়ে থাকতে পারলাম না)

লিখেছেন লিখেছেন চোরাবালি ১৭ মে, ২০১৪, ০৪:১৪:৫২ বিকাল

পরীক্ষার রেজাল্ট দেখে এখন আর কেমন জানি আনন্দিত হতে পারি না; আবেগে জড়িয়ে ধরে কাউকে কাঁদতে দেখি না কত দিন এই রেজাল্টের কারনে। রেজাল্টকে ঘিরে যে সাজ সাজ রব ছিল সেটি চোখে আর পড়ে না এখন। মাঝে মধ্যে মনে হয় না আবেগেরই হয়তোবা ঘাটতি; ফলেই এসব কিছুই চোখে পড়ে না। জানিনা বাপু হতেও পারে; বছর তো ৩৭টা কেটেই গেল। চোখে সমস্য না হলেও অনুভূতিতে যে সমস্যা হবে না এটা বলি কি করে। অনুভূতির সমস্যার কারনেই হয়তো পড়ে না চোখে কিছুই।

অবশ্য এখনকার দিনের শিক্ষকদের যে প্রচুর ধর্য্য আর ছাত্রদের লেখার মর্মকথা বুঝতে কোন সমস্যা হয় না সেটির গুনকির্তৃন না করে আর পারা যায় না। গতবার গত দু'বছর আগে আমারই বড় ভাইয়ের ছেলে যে পাশ করবে কিনা এ নিয়ে যখন শংসয়ে ছিলাম সে যখন জানালো যে ৪.০৩ পেয়েছে শিক্ষকদের তখন শ্রদ্ধা না করে পারলাম না। আবেগে নতুজান হয়ে পরলাম শিক্ষা ব্যবস্থার হাল দেখে। কেননা পরীক্ষার কিছুদিন আগে যখন বাড়ীতে গিয়েছিলাম তখন ওর খাতাপত্র দেখে সে লেখা বুঝবার ক্ষমতা আছে এমন শিক্ষক আছে কিনা ভাবতে লাগলাম আর নাসিরউদ্দিন হোজ্জার সেই গল্প মনে পড়ল। এক প্রতিবেশী হোজ্জার কাছে চিঠি লিখে দেবার আবদার করলে হোজ্জা বলল তার পায়ে ব্যথা সে চিঠি লিখতে পারবে না। প্রতিবেশী এতে মর্মাহত হয়ে বলল হোজ্জা- চিঠি তো তুমি লিখবে হাতে, পায়ে ব্যথাতে সমস্যা কি? হোজ্জা উত্তরে বলল আমাকেই তো পড়ে দিয়ে আসতে হবে। আর আমার পায়ে ব্যথা আমি যেতে পারব না।

ছেলেকে ডেকে হোজ্জার গল্প শুনালাম আর বললাম যেখানে তোর খাতা যাবে পারলে একটু খোজ করে রাখিস কারন তোকেই তো পড়ে দিয়ে আসতে হবে। যা হউক তাকে পড়ে দিয়ে আসতে হয় নাই মাষ্টার মহাশয়েরাই পড়েছেন এবং যেহেতু ৪.০৩ সেহেতু ভালমতই পড়েছে বলে মনে হয়।

রেষ্টাল্টের পর এক মাষ্টার দোস্তর সাথে কথা প্রসঙ্গে বললাম, হ্যাঁরে মাষ্টার মশায় তোরা মনে হয় এখন অনেক সহজ ভাবে খাতা দেখিস তা না হলে মান কি এতই ভাল হযে গেল যে পাশের হার সামলানো দায়। আমাদের সময় যেখানে পাশ করত মাত্র ৪০ থেকে ৪৫% সেখানে এখন শত ছুঁই ছুুঁই ভাব। মিষ্টি হেসে হালাকা গালি দিয়ে বলল- আরো ভো---ই গতবার ৪২জনের মত পাশ করাতে পারি নাই ২০০মধ্য; উপায় ছিলনা লিখে দেয়া ছাড়া আর যেহেতু লিখে দেবার নিয়ম নাই সেহেতু পাশ নাম্বার দেবার মত কোন জায়গাও ছিল না তাই তারা ফেল করল; আর সে কারনেই আমাকে জেরার কাঠগড়ায় দাঁড়াতে হয়েছিল; কেন পাশ করালাম না। পেটের দায়ে চাকুরী করি; বেতন ঠিক রাখতে হলে নির্দেশনা মেনেই খাতা দেখতে হয় আর তা না হলে বিভিন্ন অজুহাতে নোটিশ সাসপেনশন তো আছেই।

তাই শিক্ষামন্ত্রী মহোদয় পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের কোন দরকারই নেই যেখানে শিক্ষকদের প্রতি নির্দেশনা হচ্ছে ফেল করানো যাবে না।

বিষয়: বিবিধ

১০৮৮ বার পঠিত, ২২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

222636
১৭ মে ২০১৪ বিকাল ০৪:৫৮
নোমান২৯ লিখেছেন : ভাল্লাগ্লো । Rose Rose Rose
১৭ মে ২০১৪ বিকাল ০৫:১২
169965
চোরাবালি লিখেছেন : পড়ারা জন্য ধন্যবাদ আপনাকে
222639
১৭ মে ২০১৪ বিকাল ০৫:০১
এহসান সাবরী লিখেছেন : দেশের সকল গাছের তামাম
পাতা গাঁজা হয়ে গিয়েছে।সরকারের তাবৎ
মন্ত্রীরা ঐ পাতা খেয়ে ডায়লগ
ডেলিভারি করে রে ভাই!! মামাবাড়ির কথা!কোশ্চেন
নাকি ফাঁস হয়না!!
১৭ মে ২০১৪ বিকাল ০৫:১৩
169966
চোরাবালি লিখেছেন : আজই আমার আরেক বন্ধু বলল আচ্ছা এই সব প্রশ্নপত্র ফাঁস হয় ক্যামনে। শুধু বললাম মদদেই হয়তো তা না হলে প্রশ্ন যে প্রসিডিরও ডেলিভারী করা হয় তাতে ফাঁস তো হবার কথা না।
হয়তো মদদেই তাই এটাকে ফাঁস বলতে নারাজ উনি
222640
১৭ মে ২০১৪ বিকাল ০৫:০১
ছিঁচকে চোর লিখেছেন : এইভাবে শিক্ষার মান যদি দিন দিন নিচের দিকে যেতে থাকে তাহলে পুলাপাইন আমার মত ছিঁচকে চোর হবে।
১৭ মে ২০১৪ বিকাল ০৫:১৪
169967
চোরাবালি লিখেছেন : পাশের হাড় বাড়ছে মানে হল শিক্ষারও মান বাড়ছে Tongue Tongue Tongue
222648
১৭ মে ২০১৪ বিকাল ০৫:০৮
শেখের পোলা লিখেছেন : এটাই চেতনার ডিজিটাল রূপ৷ পাশ চাই,এর পর খাতা দেখারও দরকার হবেনা৷মনে হচ্ছে৷
১৭ মে ২০১৪ বিকাল ০৫:১৫
169968
চোরাবালি লিখেছেন : পরীক্ষা দিছে তাতে আবার খাতা দেখার প্রশ্ন কেন দাদা। এ পদ্ধতিটা বাতিল করার দরকার। পরীক্ষা দিলেই পাশ আর লটারী করে এ প্লাস নির্ধারণ করা হবে
222700
১৭ মে ২০১৪ সন্ধ্যা ০৬:১৩
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষায় ধারাবাহিক প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি আরো বেশী বেদনাদায়ক ছিল । যারা সারাবছর কোচিং করে টিউটর রেখে যত্ন করে ছেলেমেয়দের পড়িয়েছে আর যারা কোন রকম যত্নই নেয়নি তাদের মধ্যে ফলাফলের বেলায় কোন পার্থক্য ছিল না । অনেক ক্ষেত্রেই ভাল ছাত্ররা পিছিয়ে ছিল । Good Luck
১৯ মে ২০১৪ সকাল ০৮:৫৬
170618
চোরাবালি লিখেছেন : মন্ত্রীদের মিথ্যার বাহার দেখে মনে হয় না জানি কোনদিন সত্য ভুলে মিথ্যাটাকেই আনন্দ সহকারে নেয়।
222704
১৭ মে ২০১৪ সন্ধ্যা ০৬:১৮
অনেক পথ বাকি লিখেছেন : ভাল্লাগ্লো ।
১৯ মে ২০১৪ সকাল ০৮:৫৬
170619
চোরাবালি লিখেছেন : Love Struck Love Struck Love Struck Love Struck
222715
১৭ মে ২০১৪ সন্ধ্যা ০৬:২৯
জুমানা লিখেছেন : বগুরায় এক স্কুলে পরিদর্শক এমন করে বলেছিলেন ক লিখলেই মনে করতে হবে সে কাক লিখতে চেয়ে ছিল এই হল আমাদের শিক্ষানীতি.
১৯ মে ২০১৪ সকাল ০৮:৫৭
170620
চোরাবালি লিখেছেন : বোর্ডের নির্দেশ পাশ করাতে হবে; যে ভাবেই হউক
222725
১৭ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৩৪
আঁধার কালো লিখেছেন : সুন্দর হয়েছে অনেক ধন্যবাদ
১৯ মে ২০১৪ সকাল ০৮:৫৭
170621
চোরাবালি লিখেছেন : ধন্যবাদ আপনাকেও।
222840
১৭ মে ২০১৪ রাত ১১:১৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এটাই এখন শিক্ষার মান !!!!
১৯ মে ২০১৪ সকাল ০৮:৫৮
170622
চোরাবালি লিখেছেন : হয়তোবা। দেশ যেহেতু সবদিক দিয়েই ধ্বংশ হয়ে যাচ্ছে এদিক শিক্ষা ধ্বংশ করে মেরুদ্বন্ডটা ভাংলে দোষের কি
১০
226222
২৫ মে ২০১৪ রাত ১০:৫২
আবু জারীর লিখেছেন : আমার স্কুল পড়ুয়া বাচ্চাকে পড়ান কলেজের এক ইংরেজী শিক্ষক। গত বছর তিনি ২০০ শত খাতা দেখেছেন। তার মধ্যে হাজারো চেষ্টার পরেও ১৪ জনকে পাশ করাতে পারেননি কিন্তু হেড এক্সামিনারের কথা হল একজনকেও ফেল করানো যাবেনা। বাধ্য হয়ে তিনি ব্লাংক সীটে সাইন করে দিয়ে হেড এক্সামিনারের হাতে দিয়ে বলেছেন, 'স্যার ব্লাংক সীটে সাইন করে দিলাম এখন আপনার যা ইচ্ছা তাই করেন'।

বামপন্থীরা যে এত জনদরদী তা আগে জানতাম না।
২৬ মে ২০১৪ সকাল ০৮:০৬
173273
চোরাবালি লিখেছেন : শিক্ষা ব্যবস্থঅর যে ধ্বংশলীলা খেলে চলেছে সরকার তাতে দেশের মেরুদ্বন্ডে খয় শুরু হয়ে গেছে। অঙ্গে পচন ধরলেও দাঁড়াতে পারত জাতি কিন্তু মেরুদ্বন্ডে খয়ে যাওয়াতে দাঁড়াতেই হয়তো পারবে না।
১১
227438
২৮ মে ২০১৪ দুপুর ০৩:০৪
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : আমাদের যুগের এসএসসি তে বারবার ফেল মারা ছাত্ররা এখন আহাজারি করছে- কেন কুড়ি বছর পরে জন্মালামনা।

২৮ মে ২০১৪ দুপুর ০৩:১১
174307
চোরাবালি লিখেছেন : Tongue Tongue Tongue Tongue Tongue

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File