নবম সংসদের এমপিরা এখনো বহাল : অ্যাটর্নী জেনারেল আমরা জোকেরর দেশে বাস করছি না তো???

লিখেছেন লিখেছেন চোরাবালি ০৯ জানুয়ারি, ২০১৪, ০৭:৩৫:১১ সন্ধ্যা

অ্যাটর্নী জেনারেল মাহবুবে আলম বলেছেন, নবম সংসদের এমপিরা এখনো তাদের আসনে অধিষ্ঠিত আছেন। তিনি বলেন, সংবিধানের ১২৩ ধারা মোতাবেক নতুন এমপিরা আইনের আওতায় থেকে কার্যক্রম পরিচালনা করতে পারবেন। তবে সংসদে কোনো আইন প্রণয়ন করতে পারবেন না।

বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্টের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে রাষ্ট্রের প্রধান এই আইন কর্মকর্তা একথা বলেন।

২৪ জানুয়ারির আগে কেন নতুন এমপিদের শপথ দেয়া হলো এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সংবিধানের ১৪৮(২) ধারায় বলা হয়েছে, নির্বাচনের গেজেট প্রকাশ করার তিন দিনের মধ্যে তারা শপথ গ্রহণ করতে পারবে। তাই আইনগতভাবেই তাদেরকে শপথ দেয়া হয়েছে। কিন্তু তারা তাদের দায়িত্বভার গ্রহণ করবে ২৪ জানুয়ারি থেকে। ২৪ জানুয়ারির পর নতুন সংসদ অধিবেশন বসার জন্য রাষ্ট্রপতি নোটিশ দিবেন। রাষ্ট্রপতির নোটিশের ভিত্তিতে পরবর্তী সংসদ অধিবেশন বসবে।

তিনি বলেন, মন্ত্রীরা আইন প্রণয়ন করতে পারেন না। আইন প্রণয়নের ক্ষমতা এমপিদের ওপর। যেহেতু এখন সংসদ নেই, তাই এমপিদের আইন প্রণয়নের ক্ষমতাও নেই। ফলে কোনোভাবেই আগামী ২৪ জানুয়ারির পূর্বে সংসদ বসবে না বলে তিনি সাংবিধানিক নিশ্চয়তা ব্যক্ত করেন।

আমার ১টি প্রশ্ন#

তা হলে এত তাড়াহুড়ো করে কেন নির্বাচন করা হলো?

http://www.dailynayadiganta.com/details.php?nayadiganta=ODcyNA==&s=MjM=

বিষয়: বিবিধ

১৩৭৯ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

160811
০৯ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৫০
আবু আশফাক লিখেছেন : ঠিকই। আপনার শিরোনামই সঠিক!! সত্যিই আমরা জোকারের দেশে বাস করছি।
১০ জানুয়ারি ২০১৪ সকাল ১০:৫৯
115353
চোরাবালি লিখেছেন : জোকারের দেশেই হয়তো বসবাস এখন আমাদের!!!!
160835
০৯ জানুয়ারি ২০১৪ রাত ০৮:৫৮
সিটিজি৪বিডি লিখেছেন : আগামীতে আরো কত কিছু দেখতে হবে..সবাইকে পাগলা গারদে পাঠানো উচিত।
১০ জানুয়ারি ২০১৪ সকাল ১০:৫৯
115354
চোরাবালি লিখেছেন : এত দিন যা দেখা হয় নাই এখন তা দুই নয়ন ভরে দেখে নিন; এ সুযোগ আর নাউ পেতে পারেন
160904
১০ জানুয়ারি ২০১৪ রাত ১২:১৪
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : হে!হে!হে! এতদিন পরিবারের লোককে বোঝাতাম,জনগণ সব ক্ষমতার উৎস এটা একটা ভন্ডামি ব্যাতীত আর কিচু না। এসব ভোটের কোন দাম নেই। পশ্চিমা-মার্কিন জোট আর ভারতের কর্তৃত্ব,মিডিয়া আর টাকা দ্বারাই ক্ষমতা বদল হয়। তারা আমাকে বলত, পাগল বলে কি? যাক এবার তারা প্রমাণ পেল।
১০ জানুয়ারি ২০১৪ সকাল ১০:৫৯
115355
চোরাবালি লিখেছেন : প্রমানে কিবা এসে যায় আমি যদি না বদলাই

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File