১০০ভাগ সত্যবাদি মুহম্মদ জাফর ইকবাল সাহেবের wiki পাতা

লিখেছেন লিখেছেন চোরাবালি ১৭ আগস্ট, ২০১৩, ০৩:২০:২৭ দুপুর

'তিনি তার প্রথম বিজ্ঞান কল্পকাহিনী লেখেন সাত বছর বয়সে।'

এই বোল্ড করা লেখাটুকু পড়ার পর আর পড়ার ইচ্ছে হল না।

কি গুনিজন আপনি মাত্র সাত বছর বয়সে সে সময়ের ছেলেমেয়েরা ইসকুলে যেত বই বগলে করে আর আপনি কিনা কল্পকাহিনী লিখে ফেললেন। তখন যে কল্পকাহিনী লিখলেন কি বিছয়ের উপর লিখলেন? তখন তো বিজ্ঞান এত প্রসার ছিল না বা সেই বয়সে আপনার বিজ্ঞান বিষয়ক কোন বইও থাকার কথা না। তারপরও আপনি লিখেফেললেন???

প্রতিভা বটে আপনার। আপনার এসএসসি ১৯৬৮ মানে অংকে কাঁচা হলেও আমার হিসেবে ১৬বছর যেহেতু আপনার জন্মসাল ১৯৫২ আর সে দিক দিয়ে হিসেব করতে গেলে আপনি তখন ক্লস ওয়ানে বা ক্লাস টুতে বই বগলে ঘুরাঘুরি করেন।

জনাব একটা সময় ছিল আপনাদের মত লোক কথা বললে বা লিখলে কেও প্রতিবাদ বা প্রতিউত্তর করার ছিল না আপনাদের লেভেলের ছাড়া কিন্তু এখন দেখেন আমার মত কমলারাও ত্রুটি ধরে ফেলতে পারে।

http://bn.wikipedia.org/wiki/%E0%A6%AE%E0%A7%81%E0%A6%B9%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%A6_%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%AB%E0%A6%B0_%E0%A6%87%E0%A6%95%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B2

বিষয়: বিবিধ

১৫২৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File