বাসা ভাড়ার খোজে- (১)

লিখেছেন লিখেছেন চোরাবালি ২০ এপ্রিল, ২০১৩, ১১:৩৭:১৬ সকাল

দৃশ্য # ১

ভাড়াটে হিসেবে হন্টন করতে করতে টুলেট দেখেই প্রবেশ করলাম ডিং ডং শব্দে বেল বাজলে ৩৫/৪০বছর বয়সী মহিলা ছুটে এলেন, স্বাভাবিক ভাবেই বললাম আপু বাসা ভাড়া হবে। চিকন কন্ঠের মহিলা প্রথমেই জিঙ্গেস করলেন ফ্যামিলি মেম্বার কতজন। স্বভাব সুলভ উত্তর- মূলত আমরা দু'জন আর আমার বউয়ের দুটি বাচ্চা আছে যারা আমাকে বাবা বলে। একগাল হাসি দিয়ে ডেকে নিয়ে গেলে ইউনিটে।

দেখেন ভাই বাসা সুন্দর আছে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, যেকানে সেখানে ময়লা ফেলা যাবে না, বাসায় অতিরিক্ত গেস্ট আনা যাবে না। --------। আর হ্যাঁ এইডা আমার মেয়ে ওরাও উত্তরা থাকত। এবার মেয়ে নামে ২বাচ্চার মা শুরু করল। সহজ সরল কামলা মানুষ জ্ঞান অর্জন প্রায় শেষের পথে তখন বললাম ঠিক আছে আপা আমি আমার কর্তীর লগে একটু কথা কইয়া লই তার পর আন্নেরে ফাইনাল করুমু নে বলে চলে যখন আসছি তখন বলল- দেখেন ভাই আমরা কিন্তু লাকসাম নোয়াখালীর লোকের মত ভাড়াটিয়াদের সাথে খারাপ ব্যবহার করি না, আমরা কুমিল্লার মানুষ। ---------- রাস্তায় আসতেই মনে হল আরে লাকসাম তো কুমিল্লারই অংশবিশেষ Winking Winking Winking Winking

দৃশ্য # ২

এই বাড়ী ভাড়া হবে দেখে বুকে ফুঁ দিয়ে ঢুকে পরলাম। অনেক সময় ধরে বিল্ডিং এর ক্রপসএবল গেট ঝাকাঝাকির পর কোন উত্তর না পেয়ে পেছন দিয়ে গিয়ে দেখি ঢোকার রাস্তা মূলত পেছন দিয়ে এবার ৫০উর্দ্ধ এক মহিলার দেখা মিলল। আপা বললে নিজেকে বয়ষ্ক মনে হবে তাই বললাম খালাম্মা বাড়ী ভাড়া দিবেন নি। খালম্মা ভ্রু কুঁচকে উত্তর করল, আপনারা কয়জন। বর্ণণা করলে বলল তয় দ্যাহেন, তয় ভাড়া কিন্তু ১২হাজার লাইগবো, কারেন বিল দিবেন, গ্যাস বিল দেবন পানির জন্য আলাদা ২০০টাকা আর দারোয়ান আছে কইলাম তারেও মাসে ২৫০টাকা দেওন লাগবো। উত্তর করলাম আন্টি ১২হাজার টাকার বাসা হলে অবশ্যই দেয়া হবে। যা হউক খুশি হয়ে ভেতরে প্রবেশ করলাম ১তলা বিল্ডিংয়ের নিচতলার ১ ইউনিট। যার সামনেই মুরগীর বাচ্চা টোপা দিয়ে ঢাকা। গন্ধে টেকা দায়। ভেতরে প্রবেস করে মনে হল টাইলস পরিষ্কার করা হয় না গালানোর পর থেকে। বাথরুমের প্যান যে সাদা বর্ণের ছিল দেখে বোঝার উপায় নাই। খুশি হয়ে বের হয়ে বললাম আন্টি পরে জানাবো। আন্টির মুখ কালো করে বলল কিছু এ্যাডভান্মন্স দিলে আর কাউকে দেখাতাম না। কিছু না বলে ছালাম দিয়ে বিদেয় হলাম।

দৃশ্য # ৩

২বার মোবাইলে কল করার পর ৩য় বার ফোন রিসভ করলে সরা সরি জানতে চাইলাম ভাড়া হবে নাকি। সুরেলা কণ্ঠের জবাব পেলাম হ্যা ভাই ভাড়া হবে। ভাড়া আপনি সময় করে এসে দেখে যান। ভাড়ার জন্য তর সইছিল না তাই চলে গেলাম দেখতে। নীচতলা তেমন পচ্ছন্দ না হলে মহিলা সুন্দর করে কথা বলল যে তার সবকিছু পরিষ্কার পরিচ্ছন করে দিবেন নতুনের মত। বয়ষ্ক হলেও সুমধুর কণ্ঠে পটে গিয়ে রাজি হয়ে ভাড়ার ৮হাজার টাকা দিলাম তুলে হাতে। বাসায় উঠতে গিয়ে পরলাম বিপাকে রংয়ের কাজ করিয়েছেন কিন্তু মেঝ থেকে শুরু করে কোথাও পরিষ্কার পরিচ্ছনতার ছাপ দেখলাম না কোন রকমে মাথাগুজে ৭দিন পর থেকে বললাম আসলামু আলাইকুম আপু আগামী মাসেই থাকছি না আর বাসাতে।

বিষয়: বিবিধ

১৮৮৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File