পথ চলতে # ৬ (নারী নির্যাতন)
লিখেছেন লিখেছেন চোরাবালি ২১ জানুয়ারি, ২০১৩, ০৩:০৬:১৭ দুপুর
# টঙ্গী চেরাগআলী। কোরবানীর ঈদে কাপড় কেনা কাটার ধুম না থাকলেও আছে অনেকেরই প্রসাধনী ক্রয়ের সাধ। উচ্চবৃত্ত থেকে নিম্নবৃত্ত যার যার সাধ্যমত কেনাকাটা করে চলে। বাচ্চাদের জন্য আমারও কিছু কেনাকাটা লক্ষ্যেই বাজারে আগমন। রিক্সা থেকে নেমেই নজরে আসল একটি ২০/২২বছরের ছেলের ১৭/১৮ বা তার নিচের বয়সী কোন মেয়ের হাত জোর করে ধরে রাখার দৃশ্য। এরকম দৃশ্য গার্মেন্সস এর সামনে অনেক সময়ই দেখা যায় মান ভাঙানোর জন্যই ঘটে। সেখানে হরেক রকম বাহারী শব্দ শোনা যায় সেই আশায় দাঁড়ালাম কিছু সময়। মেয়েটি বিভিন্ন ভাবে হাত ছাড়িয়ে নেবার চেষ্টা করছে ছেলেটি জোর করে ধরে রেখেছে। হঠাৎই একটি শব্দ ভেসে এল -ইউ বাস্টার, ছলেটি হয়তো বাংলা সিনেমা দেখা না বা মেয়েটির এই শব্দের সাথে পরিচিতি তাই বেশ আগ্রহ বশেই জিঙ্গেস করল কি। মেয়েটি আরো জরো চিৎকার করে বসল ইউ বাস্টার, আমার হাত ছেড়ে দে শয়তান। আমি তোর কোন কিছু নিব না। ছেলেটি এবার মেয়ের মাথায় হাত বুলাতে চেষ্টা করলে মেয়েটি বেশ কয়েকটি গালি দিয়ে চলল। এবং মুহুর্তেই বদলে গেল দৃশ্যপট। জোরে থাপ্পর লাগিয়ে দিল ছেলেটি মেয়েটির গালে এবং যে মেয়েটি এত সময় ছুটে যাওয়ার জন্য টানা টানি করছে তাকে ঘারে ধাক্কা দিল চলে যাবার জন্য। মেয়েটি চিৎকার করে শু---- বাচ্চা, ----_------- ইত্যাদি গালি গালাজ করছে যখন তত সময়ে অনেক লোকের সমাগম।
# বাসস্ট্যান্ড এমন এক জায়গা যেখানে দঁড়িয়ে হরেক রকমের দৃশ্য চোখে পড়ে। চায়ের দোকান থেকে চা পান শেষে ফিরছি বাস স্ট্যান্ডে বাসায় ফিরব বরে। হঠাৎ দেখি একটি ছেলের এক বাচ্চা ওয়ালা মেয়ের হাত ধরে টানাটানি। জড়ো হয়ে দৃশ্য দেখছে অনেকেই। এগিয়ে গিয়ে বললাম ভাই বাচ্চা তো ভয় পাচ্ছে আর ঘরের ঝামেলা ঘরে মেটানোই কি ভাল না। ছেলেটি আশ্চর্য হয়ে তাকাল আমার দিকে। বলল ভাই এ আমার ভাবি। আমার কেও হলে তো হাসপাতালে পাঠাতাম। ধমক দিয়ে বলল তো ভাবির সাথে কেও এধরনের আচরণ করে। পাশ থেকে একজন এসে বলল ভাই ঘটনা অন্যটা। এই মহিলা তার বাচ্চাকে নিয়ে অন্য জনার সাথে চলে যাচ্ছিল, জামায় সৌদি আরব থাকে। সেখান থেকে মাসে মাসে টাকা পাঠায় আর সে ঐ ছেলের সাথে (দুরে দাঁড়ানো একটি ছেলেকে দেখিয়ে বলল) এখানে সেখানে ফুর্তি করে বেড়ায়। আজ টাকা পয়সা সব নিয়ে বের হয়েছে। কোন কিছু বললেই ধমক দেয় নারী নির্যাতন মামলার । মেয়েটি মাটিতে বসে পড়েছে আর গালি গালাজ করে যাচ্ছে। বাচ্চাটি চিৎকার করে কেঁদে চলেছে। পাশে থাকা কেও একজন একটি সিএনজি চালিত অটো নিয়ে এসে বলল ভাই বাসায় নিয়ে যান। রাস্তায় খারাপ দেখায়। মহিলাটি ছেলেটির হাত কামড়ে দিয়েছে ততক্ষণে রক্ষ ঝড়ে চলেছে। লোকটির কথায় আবারও টানা টানি শুরু করল সিএসজিতে তোলার জন্য। কিন্তু সে কোন অবস্থাতেই উঠবে না। এখানেও দৃশ্য পাল্টে গেল মুহুর্তে। জনসম্মতি পেতে জোড়ে থাপ্পর দিয়ে একপ্রকারে ধাক্কা দিয়ে উঠিয়ে দিল সিএনজির মধ্যে। অটোর ভো ভো শব্দে বাচ্চার চিৎকার মিলে গেল ক্ষনেই।
বিষয়: বিবিধ
১২৮৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন