প্রথম আলোর সেই পুরাতন চেহারা : এবার পবিত্র কুরআনকে নিয়ে ব্যঙ্গ
লিখেছেন লিখেছেন অনিরুদ্ধ অমায়িক ১২ মার্চ, ২০১৩, ০৭:৫৬:৫৭ সন্ধ্যা

নবী কারীম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: পাঁচটি প্রশ্নের সম্মুখীন হওয়ার আগে কোন মানব সন্তান কেয়ামতের দিন পা নাড়াতে পারবে না। তাকে প্রশ্ন করা হবে জীবন সম্পর্কে; সে কি কাজে আয়ু শেষ করেছে? প্রশ্ন করা হবে তার যৌবন সম্পর্কে ; কি কাজে সে তাকে বার্ধক্যে পৌছে দিয়েছে? প্রশ্ন করা হবে তার ধন-সম্পদ সম্পর্কে; কিভাবে সে তা আয় করেছে আর কি কাজে তা ব্যয় করেছে? আর প্রশ্ন করা হবে সে যা জ্ঞান অর্জন করেছে সে মোতাবেক কাজ করেছে কি না? (বর্ণনায়: তিরিমিজী, আলবানী রহ. হাদীসটিকে হাসান বলেছেন, দেখুন সহীহ আল জামে)
-প্রশ্ন করা হবে তার ধন-সম্পদ সম্পর্কে; কিভাবে সে তা আয় করেছে আর কি কাজে তা ব্যয় করেছে?
আপনি কি তাদের জন্য অর্থ ব্যয় করতে চাইবেন যারা ইসলামকে নিয়ে হাসি তামাশা করে? আপনি কি এমন পত্রিকা ক্রয় করতে চাইবেন যারা আল্লাহকে নিয়ে, কুর;আনকে নিয়ে তামাশা করে?
এবার নিচের অংশটি পড়ুন,
এবার মহান আল্লাহ তাআলা ও পবিত্র
কুরআনকে নিয়ে ব্যঙ্গ করল প্রথম আলো"
প্রথম আলো এইবার কুরআনের
আয়াতেরঅর্থ তাদের ফান ম্যাগাজিন
রস আলোতে উপহাস স্বরূপ ব্যবহার
করল।
গত কাল প্রকাশিত রস আলোর ৫ নং পেজে
বসন্তের কোকিল যখন যা বলেন
শিরনামে এক লেখায় সুবিধাবাদি লোকদের চরিত্র
তুলে ধরতে গিয়ে তারা পবিত্র
কুরআনের সূরা লোকমানের ২৭ নং আয়াতের অর্থ হুবহু তুলে দেয়।
শুধু আল্লাহ তা'আলার গুন বর্ননার জায়গায় সরকারের
গুনের কথা লিখে দেয়।(নাউযুবিল্লাহ)
পবিত্র কুরআনের আয়াতটি এরকম,
"যমীনের সমস্ত গাছ যদি কলম হয় আর
মহা সমুদ্রের সাথে সাত সমুদ্র যুক্ত
হয়ে যদি কালি হয় তবুও আল্লাহর
গুনাবলী লিখে শেষ করা যাবে না।"
তারা সব উপমা একই রেখেছে শুধু
আল্লাহর জায়গায় সরকার লিখেছে।
আজ কাল কুরআনের আয়াতের অর্থ
হুবহু নকল করে ফান করা শুরু হয়েছে,
যা আগে কেউ কল্পনাও করত না।
__________
ইসলাম বিরোধীদের বর্জন করুন।
সূত্র : ফেসবুক
বিষয়: বিবিধ
১৭৭০ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন