জরুরি একটি সময়োচিত সংলাপ

লিখেছেন লিখেছেন অনিরুদ্ধ অমায়িক ১৫ ফেব্রুয়ারি, ২০১৩, ০৬:৫৪:৩১ সন্ধ্যা



‎>>আমি আওয়ামী লীগ করবো তোর বাপের কি?

-না মানে আপনি তো একজন মুসলিম।মুসলামান হয়ে তো আপনি ইসলাম বিরোধী দল করতে পারেন না।তাই বলছিলাম।

>>আওয়ামীলীগ ইসলাম বিরোধী দল তোরে কে কইছে? তোর মত রাজাকারের বাচ্চারাই আওয়ামী লীগকে ইসলাম বিরোধী দল বলে।

-বাংলাদেশকে ইসলামী দেশ বানানোর জন্য মুক্তিযুদ্ধ করিনি

----- সুরঞ্জিত সেন গুপ্ত।

-তথাকথিত আল্লাহর আইন দিয়ে রাষ্ট্রের উন্নতি হবেনা

-----সৈয়দ আশরাফ।

-বাংলাদেশ থেকে ধর্মের শেষ শিকড়টি পর্যন্ত উপড়ে ফেলা হবে

---- সৈয়দা সাজেদা চৌধুরী।

-একমাত্র কুত্সিত মেয়েরাই বোরখা পড়ে। বাংলাদেশের স্কুল কলেজে বোরখা নিষিদ্ধ করা উচিত

----সংসদের স্পিকার শফিকুল ইসলাম।

-এরপরও আপনি বলবেন আওয়ামী লীগ ইসলাম বিরোধী দল নয়?

>>শালা রাজাকারের বাচ্ছা তারা যে এইসব কথা বলচে তার প্রমাণ কৈ? তোর মত রাজাকারের বাচ্চারাই আওয়ামিলীগের বিরুদ্ধে এসব মিথ্যা অপপ্রচার চালায়।

-আমি একটি কথাও মিথ্যা বলিনি। আপনি যাচাই করতে পারেন।Youtubeএ খোজেন।বিগত আওয়ামী লীগ সরকার ফতোয়া নিষিদ্ধ করেছিল। এবার তারা সংবিধানের মুল ৪টি নীতি থেকে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস কথাটি বাদ দিয়েছে। এছাড়াও বিসমিল্লার ভুল অনুবাদ লেখা হয়েছে। এগুলো তো সুস্পষ্ট ইসলাম বিরোধী কাজ। এরপর আপনি বলবেন আওয়ামী লীগ ইসলাম বিরোধী দল নয়?

>>তোর মত মৌলবাদী জঙ্গী রাজাকারের বাচ্চারাই এসব নিয়ে অপপ্রচার চালিয়ে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে। জানিস না ধর্ম যার যার রাষ্ট্র সবার।

-আপনি ভুল বললেন ভাই। ধর্ম যার যার রাষ্ট্র শুধু মাত্র আল্লাহর। সুতরাং জমীন যার আইন চলবে তার।

>>বলে কি রাজাকারের বাচ্চাটা! ইসলামে আবার রাজনীতি আছে নাকি?

-আরে বলছেন কি ভাই! আপনি জানেন না ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। অর্থনীতি, সমাজ নীতি, পেট নীতি, রাষ্ট্রনীতি সবকিছুর সমাধান ইসলাম দিতে সক্ষম। তাহলে ইসলামে রাজনীতি থাকবেনা কেন?

>>বুঝলাম ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। কিন্তু রাজনীতির মত অপবিত্র জায়গায় ইসলামকে না টানাই ভাল।

-ভাই ইসলাম তো আমার আপনার কথা মত চলেনা। ইসলাম চলে আল্লাহর দেয়া বিধান মত। দেখুন আল্লাহ পাক কি বলছেন, আল কুরআনের সূরা মায়েদার ৪৪, ৪৫, ৪৬,৪৭,৪৮, ৪৯, ৫০ নং আয়াতে আল্লাহ্ পরিষ্কার করে বলেছেন। আল্লাহ্ যা নাযিল করেছেন তার মাধ্যমে, যারা দেশ চালাবে না, বিচার করবে না, সিদ্ধান্ত দেবে না, এই আইন যারা দেবে না, 'ফা উলা ইকাহুমুল কাফিরুন' তারা কাফির, আল্লাহ্ দ্রোহী। 'ফা উলা ইকাহুমুল ফাসিকুন' তারা ফাসিক, অপরাধী, তারা ক্রিমিনাল। এরপর কি আপনি বলবেন ইসলামে রাজনীতিই নেই, ইসলাম দিয়ে রাষ্ট্র চালাতে হবে না, ইসলাম দিয়ে বিচার ফায়্সালা করতে হবে না?

>>তা না হয় বুঝলাম। কিন্তু জামাত তো রাজাকারের বাচ্চা।

-ভাই জামাত ভাল না লাগে আপনি অন্য কোনো ইসলামিক দল করেন। তবু আওয়ামীলীগের মত ইসলাম বিরোধী দল করবেন কেন??

>>ধ্যাত শালা তুই ব্রেন ওয়াস্ড। আমি আওয়ামী লীগ করমু তোর বাপের কি????

দ্রষ্টব্য : ফেসবুক থেকে সঙগৃহীত।

বিষয়: বিবিধ

১৩৬২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File