সেই পবিত্র সত্তার শপথ করে বলেছি,যার মুষ্ঠিত মধ্যে আমার প্রাণ................

লিখেছেন লিখেছেন তিতা করল্লা ০১ ফেব্রুয়ারি, ২০১৩, ১২:১৪:০১ দুপুর

আবু হুরায়রা রা: বর্ণনা করেন। আমি নবী (সWinking কে বলতে শুনেছি,সেই পবিত্র

সত্তার শপথ করে বলেছি,যার মুষ্ঠিত মধ্যে আমার প্রাণ! যদি কিছু সংখ্যক

মুসলমান এমন না হতো যারা আমার সাথে জিহাদ অংশগ্রহন না করাকে আদৌ পছন্দ

করবে না এবং যাদের সবাইকে আমি সওয়ারী জন্তুও সরবরাহ করতে পারবো না। বলে

আশঙ্কা হতো। তাহলে আল্লাহ পথে সংগ্রামরত কোন ক্ষুদ্র সেনাদল থেকেও আমি দুরে

থাকতাম না। যার হাতে আমার প্রাণ। সেই মহান সত্তার শপথ করে বলছি, আমার

নিকট অত্যন্ত পছন্দনীয় হচ্ছে আমি আল্লাহর পথে শহীদ হয়ে যাই অত:পর জীবন

লাভ করি এবং আবার শহীদ হই, তারপর আবার জীবন লাভ করি এবং আবার শহীদ হই,

তারপর ওপুনরায় জীবন লাভ করি এবং পুনরায় শহীদ হই।

বুখারী

বিষয়: বিবিধ

৮৭৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File