মাতৃভাষার গুরুত্ব বাস্তবে উপলব্ধি করণ।

লিখেছেন লিখেছেন আল হক ০১ ফেব্রুয়ারি, ২০১৩, ০১:৫২:৫০ দুপুর

(এই লেখাটি আমার প্রবাস জীবনের প্রথম পর্যায়ে লেখা। যখন বিদেশীদের সাথে প্রাণ খুলে মনের ভাব প্রকাশ করতে পারিনি, সেই অব্যক্ত যন্ত্রনাদায়ক বাস্তব উপলব্ধিটুকু প্রকাশ করার সামান্য প্রয়াস মাত্র।)

মায়ের ভাষার গুণের কথা কি বলিব ভাই,

তার চেয়ে আর মধুর ভাষা ত্রিভূবনে নাই।

যত ভাষাই জানো তুমি জানতে পার আরও,

মায়ের ভাষার সাথে ভাই তুলনা নাই কারো।

অন্য ভাষায় কথা বলে তৃপ্তি হয়না মনে,

যত তৃপ্তি মায়ের ভাষায় প্রাণ খুলে কথা বলে।

মায়ের সেই ভাষার জন্য কত ছেলে ভাই,

আমার দেশে প্রাণ দিয়েছে তাহার হিসাব নাই।

মায়ের ভাষা আল্লাহর দান সেই কথাটি জেনো,

মায়ের ভাষা সবার সেরা এই কথাটি মানো।

বিষয়: বিবিধ

৯৪২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File