বদলে গেছে আজ কবিতার ভাষা
লিখেছেন লিখেছেন মোঃ ওহিদুল ইসলাম ২৭ জুলাই, ২০১৬, ০৫:৫০:৪২ বিকাল
বদলে গেছে আজ কবিতার ভাষা
রোমান্স নিয়ে মশগুল ছিল যে কবি
সে লিখে আজ হতাশার কখা।
থেমে গেছে হেথায় কিশোরীর উচ্ছলতা,
কিশোরের দুরন্তপনা
আতঙ্কে, অাশঙ্কায় তারা
হয়ে গেছে নিশ্চুপ, আনমনা।
মিইয়ে গেছে নববধূর মুখের খুশীর ঝিলিক
লাল বেনারসীকে মনে হয় লাল রক্তের ফিনিক।
কত স্বপ্ন দেখেছে কত ছবি এঁকেছে
কত ভাবনায় রক্তিম হয়েছে কপোল লাজে হেসেছে নিজে।
আজ হাসি নেই শুধু রুক্ষ কঠিন চারপাশ
উদ্বেগ আর অজানা আতঙ্কে হৃদয় মন করছে গ্রাস।
নতুন বরটি নতুন দিনের স্বপ্ন বুনতে পারে না,
তরুণী নববধূর নিষ্পাপ মুখশ্রীতে স্বস্তি মিলে না।
২৮ টি বসন্ত অপেক্ষা করেছিল স্বপ্নের চাঁদমুখ দর্শনে
তবে কেন আজ আনন্দিত নয়, চিন্তিত নিরস বদনে?
প্রৌঢ় যে ভদ্রলোকের স্বপ্ন ছিল সুখের অবসর কাল,
ছেলেটি বড় হয়েছে ধরবে এবার সংসারের হাল।
একদিন বিশেষ বাহিনী এসে ধরে নিয়ে গেল
তারপর কত দিবস রজনী অপেক্ষা!
আসে না ছেলে ফিরে আর নীড়ে
কষ্টগুলি কান্নার দলা হয়ে
বিদীর্ণ করে বের হতে চায় বুক চিরে।
তারপর একদিন হঠাৎ
বন্ধুকযুদ্ধ! গুলি!! জঙ্গি!!!
নীড়ে ফিরলো ছেলের লাশ।
দিনগুলি আজ শুধুই কষ্ট
আর ভারি দীর্ঘশ্বাস!
বৃদ্ধ মায়ের একটিমাত্র ছেলে
একদিন নিয়ে গেল তারে তুলে
তুলে নিল চোখ, কেটে দিল হাত
তবুও মেটেনি আক্রোশ
মেরে ফেললো চালিয়ে গুলি বুকে।
আজ এটা এক রক্তাক্ত জনপদ,
যেন এক মৃতনগর নির্জীব,
থেমে গেছে যেথায় সুস্থ জীবনের সব চলাচল,
সেদিনও ছিল জীবনের উচ্ছ্বাস, শত কোলাহল।
মানুষগুলি যেখানে অক্ষমতা,
অপারগতার যন্ত্রণায় গুমরে গুমরে কাঁদছে,
পিচাশ হায়েনারা হত্যার উৎসবে রোজ রোজ নৃত্য করছে।
তাদের চোখেমুখে হিংস্রতা, উন্মত্বতা
হাঁকডাকে ঝরে পড়ছে অশ্লীল নোংরা উগ্রতা,
যেন কর্কশ নোংরা আদিম অবগাহনে
এক একজন মধ্যরাতের নিশি কন্যা।
শোকবিহবল মানুষগুলি অব্যক্ত যন্ত্রণায়
কাঁদছে, হাহাকার করছে কিন্তু নীরব দর্শক
প্রতিশোধ নিতে শিখে নি তারা, শুধুই সয়ে যায়।
এ নগরী আজ স্বস্তিতে বাসযোগ্য নয়
আতঙ্ক আশঙ্কা তাড়া করে ফিরে সবসময়।
এ এক আতঙ্কের নগরী
জীবন্মৃত মানুষগুলো আর যেন এক মৃত্যুপুরী।
মাথায় খেলে শুধু অনিশ্চয়তা আর আতঙ্ক
মিছে কষা এখানে জীবনের সব অঙ্ক।
বিষয়: সাহিত্য
১০৯৯ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সুন্দর ও হয়েছে ধন্যবাদ ভাইয়া ।
বিদ্রোহী কবি এভাবে নীরব কেন?
বাস্তবতার আলোকে অনেক সুন্দর আবেগ ও অনুভূতির সত্য শাণিত উচ্চারণ।
অনেক ভালো লাগলো।
জাজাকাল্লাহু খাইর।
মন্তব্য করতে লগইন করুন