বদলে গেছে আজ কবিতার ভাষা

লিখেছেন লিখেছেন মোঃ ওহিদুল ইসলাম ২৭ জুলাই, ২০১৬, ০৫:৫০:৪২ বিকাল

বদলে গেছে আজ কবিতার ভাষা

রোমান্স নিয়ে মশগুল ছিল যে কবি

সে লিখে আজ হতাশার কখা।



থেমে গেছে হেথায় কিশোরীর উচ্ছলতা,

কিশোরের দুরন্তপনা

আতঙ্কে, অাশঙ্কায় তারা

হয়ে গেছে নিশ্চুপ, আনমনা।

মিইয়ে গেছে নববধূর মুখের খুশীর ঝিলিক

লাল বেনারসীকে মনে হয় লাল রক্তের ফিনিক।

কত স্বপ্ন দেখেছে কত ছবি এঁকেছে

কত ভাবনায় রক্তিম হয়েছে কপোল লাজে হেসেছে নিজে।

আজ হাসি নেই শুধু রুক্ষ কঠিন চারপাশ

উদ্বেগ আর অজানা আতঙ্কে হৃদয় মন করছে গ্রাস।

নতুন বরটি নতুন দিনের স্বপ্ন বুনতে পারে না,

তরুণী নববধূর নিষ্পাপ মুখশ্রীতে স্বস্তি মিলে না।

২৮ টি বসন্ত অপেক্ষা করেছিল স্বপ্নের চাঁদমুখ দর্শনে

তবে কেন আজ আনন্দিত নয়, চিন্তিত নিরস বদনে?

প্রৌঢ় যে ভদ্রলোকের স্বপ্ন ছিল সুখের অবসর কাল,

ছেলেটি বড় হয়েছে ধরবে এবার সংসারের হাল।

একদিন বিশেষ বাহিনী এসে ধরে নিয়ে গেল

তারপর কত দিবস রজনী অপেক্ষা!

আসে না ছেলে ফিরে আর নীড়ে

কষ্টগুলি কান্নার দলা হয়ে

বিদীর্ণ করে বের হতে চায় বুক চিরে।

তারপর একদিন হঠাৎ

বন্ধুকযুদ্ধ! গুলি!! জঙ্গি!!!

নীড়ে ফিরলো ছেলের লাশ।

দিনগুলি আজ শুধুই কষ্ট

আর ভারি দীর্ঘশ্বাস!

বৃদ্ধ মায়ের একটিমাত্র ছেলে

একদিন নিয়ে গেল তারে তুলে

তুলে নিল চোখ, কেটে দিল হাত

তবুও মেটেনি আক্রোশ

মেরে ফেললো চালিয়ে গুলি বুকে।

আজ এটা এক রক্তাক্ত জনপদ,

যেন এক মৃতনগর নির্জীব,

থেমে গেছে যেথায় সুস্থ জীবনের সব চলাচল,

সেদিনও ছিল জীবনের উচ্ছ্বাস, শত কোলাহল।

মানুষগুলি যেখানে অক্ষমতা,

অপারগতার যন্ত্রণায় গুমরে গুমরে কাঁদছে,

পিচাশ হায়েনারা হত্যার উৎসবে রোজ রোজ নৃত্য করছে।

তাদের চোখেমুখে হিংস্রতা, উন্মত্বতা

হাঁকডাকে ঝরে পড়ছে অশ্লীল নোংরা উগ্রতা,

যেন কর্কশ নোংরা আদিম অবগাহনে

এক একজন মধ্যরাতের নিশি কন্যা।

শোকবিহবল মানুষগুলি অব্যক্ত যন্ত্রণায়

কাঁদছে, হাহাকার করছে কিন্তু নীরব দর্শক

প্রতিশোধ নিতে শিখে নি তারা, শুধুই সয়ে যায়।

এ নগরী আজ স্বস্তিতে বাসযোগ্য নয়

আতঙ্ক আশঙ্কা তাড়া করে ফিরে সবসময়।

এ এক আতঙ্কের নগরী

জীবন্মৃত মানুষগুলো আর যেন এক মৃত্যুপুরী।

মাথায় খেলে শুধু অনিশ্চয়তা আর আতঙ্ক

মিছে কষা এখানে জীবনের সব অঙ্ক।

বিষয়: সাহিত্য

১০৯৯ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

375387
২৭ জুলাই ২০১৬ বিকাল ০৫:৫৫
আফরা লিখেছেন : সবই সত্য কথা কিন্ত কবিতা বেশী বড় হয়েছে ।

সুন্দর ও হয়েছে ধন্যবাদ ভাইয়া ।
২৮ জুলাই ২০১৬ সকাল ১০:০৫
311279
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : ধন্যবাদ। জ্বী, বেশি না এট্টু বড়!
375390
২৭ জুলাই ২০১৬ সন্ধ্যা ০৬:৫৮
কুয়েত থেকে লিখেছেন : চমৎকার কবিতা অসাধারন হয়েছে। আতঙ্কে আশঙ্কায় তারা হয়ে গেছে নিশ্চুপ আনমনা। ভালো লাগলো অনেক অনেক ধন্যবাদ
২৮ জুলাই ২০১৬ সকাল ১০:০৫
311280
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : জাযাকাল্লাহ। আপনিও অনেক ধন্যবাদ জানবেন।
৩১ জুলাই ২০১৬ রাত ০৩:১৫
311406
কুয়েত থেকে লিখেছেন : مرحبا بكم بارك الله فيك وجزاك الله خيرا وشكرا Good Luck
375392
২৭ জুলাই ২০১৬ সন্ধ্যা ০৭:২২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কবিতা এখন আর নাই!!!!
২৮ জুলাই ২০১৬ সকাল ১০:০৬
311281
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : কবি নজরুল ইসলাম বেঁচে থাকলে আজ জঙ্গি হিসেবে গ্রেফতার হতেন।
375402
২৭ জুলাই ২০১৬ রাত ১০:৪৯
প্রবাসী মজুমদার লিখেছেন : গদ্য কবিতার শব্দের মাঝে কবির হৃদযের অনুভুতিকে দারুনভাবে উপলব্দি করেছি। আপনার অনুভুতিই আজ বাস্তবতা। অমানুষদের মাঝে কবির জম্ন হয়না। যে সমাজে বাক স্বাধীনতা আত্মহত্যা করেছে, সেখানে কবির জম্ন হয়না। ধন্যবাদ
২৮ জুলাই ২০১৬ সকাল ১০:০৭
311282
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : আসসালামুআলাইকুম। কেমন আছেন মুহতারাম? দীর্ঘদিন খোঁজখবর নেই। অনেক ধন্যবাদ জানবেন।
২৮ জুলাই ২০১৬ সন্ধ্যা ০৬:৩৬
311307
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুহৃদ শ্রদ্ধেয় ভাইয়া।

বিদ্রোহী কবি এভাবে নীরব কেন?
375458
২৮ জুলাই ২০১৬ সন্ধ্যা ০৬:৩৫
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুহৃদ শ্রদ্ধেয় ভাইয়া।

বাস্তবতার আলোকে অনেক সুন্দর আবেগ ও অনুভূতির সত্য শাণিত উচ্চারণ।

অনেক ভালো লাগলো।

জাজাকাল্লাহু খাইর।
৩০ জুলাই ২০১৬ সকাল ১০:৪৩
311349
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয়া আপুমনি। আপনার সুন্দর মন্তব্যে অনুপ্রেরণা পেলাম। জাযাকাল্লাহ খায়ের।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File