‎ঘুমিয়ে‬ আছো, ঘুমিয়ে থাকো

লিখেছেন লিখেছেন মোঃ ওহিদুল ইসলাম ১২ মার্চ, ২০১৬, ০২:৪৫:০৬ দুপুর



ঘুমিয়ে আছো তোমরা যারা ক্রিকেট নিয়ে বুঁদ হয়ে,

জানো তোমরা? রিজার্ভ মোদের চলে যাচ্ছে লীক হয়ে।

হ্যাকার নাকি হ্যাক করেছে, কাজ কাম সব আজব ভাই,

সার্ভারের সব তথ্য গায়েব, সিসিটিভি ফুটেজ নাই।


আইসিসির আছে কিছু, দাদাবাবুদের ভ্যাম্পায়ার,

হট ইস্যূকে টিস্যূ করতে, একশন নিয়ে ঠুকলো বিচার।

হ্যাকার নিলো না ব্যাংকার নিলো, সেসব জেনে আর কী হবে?

ভারত ভারত রব তুলো সব, তাতে বহুত ফায়দা হবে।

রাঘব বোয়াল চোররা সব, জোঁকের মতো করলো শেষ

দেখেশুনেই যেতে হবে, ছোঁয়াও যাবে না কারো কেশ।

আইটি কনসালটেন্ট নিয়োগ পেলেন, নাম রাজেস আস্থানা,

ইউরোপ নয়, আমেরিকা নয়, ভারত তাহার আস্তানা।

ডেপুটি গভর্নর ছয়বাবু আছেন, দশটা বাবু জিএম,

চক্রবর্তী, রায়, চৌধুরী, দাস, কুমার, দে -কর্তা তারা নাইতো কম।

নতুন নির্দেশ আসছে আরো, লাগিয়ে দাও দাদাদের সফটওয়্যার

চুপে চুপে বিনা আওয়াজে, ওপাড়েতে হবে সব পাচার।

আজব কথা কী আর কমু, শুনতে লাগবে আরো ঝাল,

কেন্দ্রীয় ব্যাংকের চীফ ইকোনমিস্ট বাবু, তিনি বিরুপাক্ষ পাল।



পাল, রায়, চাটুজ্যে আর দাস, কুমার, দে মশাই

ভাগিয়ে নিলো হাজার কোটি, শত জনমের এক কামাই।




বিষয়: সাহিত্য

১৬৩০ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

362242
১২ মার্চ ২০১৬ দুপুর ০৩:০৩
কুয়েত থেকে লিখেছেন : সুন্দর লেখাটি ধন্যবাদ আপনাকে ভালো লাগলো
১২ মার্চ ২০১৬ দুপুর ০৩:২৬
300190
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : জাযাকাল্লাহ খাইরান।
362243
১২ মার্চ ২০১৬ দুপুর ০৩:১৭
আব্দুল গাফফার লিখেছেন : এই দেশের জন্য মানুষ সত্যি যুদ্ধ করেছিল কিনা। এই দেশের ভাগ্য নিয়ে খুব চিন্তাই আছি শেষ পর্যন্ত!! সুন্দর লেখছেন ভাইয়া । লাইক
১২ মার্চ ২০১৬ দুপুর ০৩:২৭
300191
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : জাযাকাল্লাহ খাইরান। আমরা আর কতকাল ঘুমিয়ে থাকবো?
362266
১২ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৭:৫১
গাজী সালাউদ্দিন লিখেছেন : ঝাল কবিতাতো ভালই লিখতে পারেন দেখছি।

চোখ আছে দেখার জন্য, দেখতে থাকি
মুখ আছে খাওয়ার জন্য, খাইতে থাকি
কান আছে শোনার জন্য, শুনতে থাকি
এইসব করা ছাড়া আবালের আর কাজ কি!
১৩ মার্চ ২০১৬ সকাল ০৯:৫১
300226
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : সামনে কঠিন দিন আসছে ভাই।
362267
১২ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৭:৫৪
শেখের পোলা লিখেছেন : বাঙ্গালী মুসলীম ভাইরা আমার, দুঃখ করে দুঃখ না বাড়ানোই ভাল৷ নিজেদের পায়ে নিজেরা কুড়ুল মেরেছি৷ আজ তাতে পচন ধরেছে৷ করার কিছু নেই৷ স্বাধীন হয়েছি এটাই চরম পাওয়া৷ বাবুদের সেবা দিলেও অপমান নেই৷ সামনে আরও অনেক কিছু অপেক্ষা করছে৷ ধন্যবাদ৷
১৩ মার্চ ২০১৬ সকাল ০৯:৫১
300227
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : আসসালামু আলাইকুম। সামনে আরো কঠিন দিন আসছে মুহতারাম।
362283
১২ মার্চ ২০১৬ রাত ১০:০০
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ পিলাচ
362327
১৩ মার্চ ২০১৬ দুপুর ০৩:৪৭
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। ভালো লিখেছেন, কবিতায় বাস্তবতা ফুটে উঠেছে।
১৪ মার্চ ২০১৬ সকাল ১১:৫২
300330
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : ওয়ালাইকুম সালাম ওয়া রাহামাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ ভাই।
362364
১৩ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৭:৪৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এমনিও যাবে ওমনি ও যাবে। ঘুমটা আর নষ্ট করি কেন!!
১৪ মার্চ ২০১৬ সকাল ১১:৫২
300331
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : হাজার কথার এক কথা। <:-P <:-P Good Luck
363242
২২ মার্চ ২০১৬ সকাল ১১:৪৬
মোহাম্মদ লোকমান লিখেছেন : অসাধারণ লিখাটি যদি আমাদের ঘুম ভাঙাতো!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File