ঘুমিয়ে আছো, ঘুমিয়ে থাকো
লিখেছেন লিখেছেন মোঃ ওহিদুল ইসলাম ১২ মার্চ, ২০১৬, ০২:৪৫:০৬ দুপুর
ঘুমিয়ে আছো তোমরা যারা ক্রিকেট নিয়ে বুঁদ হয়ে,
জানো তোমরা? রিজার্ভ মোদের চলে যাচ্ছে লীক হয়ে।
হ্যাকার নাকি হ্যাক করেছে, কাজ কাম সব আজব ভাই,
সার্ভারের সব তথ্য গায়েব, সিসিটিভি ফুটেজ নাই।
আইসিসির আছে কিছু, দাদাবাবুদের ভ্যাম্পায়ার,
হট ইস্যূকে টিস্যূ করতে, একশন নিয়ে ঠুকলো বিচার।
হ্যাকার নিলো না ব্যাংকার নিলো, সেসব জেনে আর কী হবে?
ভারত ভারত রব তুলো সব, তাতে বহুত ফায়দা হবে।
রাঘব বোয়াল চোররা সব, জোঁকের মতো করলো শেষ
দেখেশুনেই যেতে হবে, ছোঁয়াও যাবে না কারো কেশ।
আইটি কনসালটেন্ট নিয়োগ পেলেন, নাম রাজেস আস্থানা,
ইউরোপ নয়, আমেরিকা নয়, ভারত তাহার আস্তানা।
ডেপুটি গভর্নর ছয়বাবু আছেন, দশটা বাবু জিএম,
চক্রবর্তী, রায়, চৌধুরী, দাস, কুমার, দে -কর্তা তারা নাইতো কম।
নতুন নির্দেশ আসছে আরো, লাগিয়ে দাও দাদাদের সফটওয়্যার
চুপে চুপে বিনা আওয়াজে, ওপাড়েতে হবে সব পাচার।
আজব কথা কী আর কমু, শুনতে লাগবে আরো ঝাল,
কেন্দ্রীয় ব্যাংকের চীফ ইকোনমিস্ট বাবু, তিনি বিরুপাক্ষ পাল।
পাল, রায়, চাটুজ্যে আর দাস, কুমার, দে মশাই
ভাগিয়ে নিলো হাজার কোটি, শত জনমের এক কামাই।
বিষয়: সাহিত্য
১৬৩০ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
চোখ আছে দেখার জন্য, দেখতে থাকি
মুখ আছে খাওয়ার জন্য, খাইতে থাকি
কান আছে শোনার জন্য, শুনতে থাকি
এইসব করা ছাড়া আবালের আর কাজ কি!
মন্তব্য করতে লগইন করুন