মডারেটর মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি

লিখেছেন লিখেছেন মোঃ ওহিদুল ইসলাম ৩০ সেপ্টেম্বর, ২০১৫, ১১:২৩:১৮ সকাল

গতকাল টুডে ব্লগের জনপ্রিয় ব্লগার আবু আশফাক ভাই একটি মন্তব্য করেছেন আমার একটি পোস্টেঃ

পোস্টটির লিংকঃ http://www.bd-monitor.net/blog/blogdetail/detail/1980/ohidul/69994#.VgtwaV5mjIV

মন্তব্যটির গুরুত্বপূর্ণ অংশটি নিম্নরূপঃ

ওহিদ ভাই, আমি পোস্ট দিতে পারছি না, বুঝতেও পারছি না কেন দেয়া যাচ্ছে না। হেডলাইন নেয় না, লিংক নেয় না ইত্যাদি সমস্যা।

তাই যদি কিছু মনে না করেন, তাহলে উপরোক্ত কথাগুলোর মাধ্যমে একটি পোস্ট দিলে উপকৃত হবো।


আবু আশফাক ভাইয়ের ব্লগ লিংকঃ http://www.bd-monitor.net/blog/blogdetail/bloglist/2197/naim

উপরোক্ত বিষয়ে সম্মানিত মডারেটর মহোদয় এর দৃষ্টি আকর্ষণ করছি। এছাড়া ব্লগে পোস্টকৃত ছবি নিয়েও একটি সমস্যার কথা উল্লেখ করেছিলাম। কিছুদিন পর ছবিগুলি নষ্ট হয়ে যাচ্ছে। আমার পোস্ট করা প্রচুর ছবি নষ্ট হয়েছে, আমার প্রোপিকটাও নষ্ট হয়েছে।

এসব বিষয়ে সমাধান এর জন্য মডারেটর মহোদয়ের আশু হস্তক্ষেপ কামনা করছি।

বিষয়: বিবিধ

১১০৭ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

343802
৩০ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:৩৫
সঠিক ইসলাম লিখেছেন : আশাকরি মডারেট মহোদয়গণ সদয় দৃষ্টি দিবেন ! এর সাথে আমি আরেকটি বিষয়ের উল্লেখ করতে চাই যা আমি অনেকদিন যাবতই বলে আসছি বাট কোন কাজ হচ্ছে না, তা হল প্রিয় ব্লগ লিষ্ট সংরক্ষণ। নতুন কোন পোষ্ট প্রিয়তে নিলে পুরাতনগুলো আর খুজে পাওয়া যায় না, তাই সামুর মত সকল প্রিয় ব্লগপোষ্টগুলো যাতে দেখা যায় সে ব্যাবস্থা করার জন্য অনুরোধ করছি।
৩০ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:৫৭
285211
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : আপনার সাথে সহমত প্রকাশ করে এ বিষয়েও মডারেটরকে দৃষ্টি দেয়ার অনুরোধ করছি।
343811
৩০ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ১২:৪২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : নতুন ডোমেইন হোস্টিং এ কিছু সমস্যা আছে মনে হয়।
343838
৩০ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৪:১৬
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : নতুন ডমেইন এর কারনে হতে এই সমস্যা, প্রোপিক ছবি নষ্টের কারন বোধগম্য নয়।
343843
৩০ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:১৯
আবু আশফাক লিখেছেন : আমি তো সরাসরি ব্লগেই ঢুকতে পারি না, প্রক্সির মাধ্যমে ঢুকে কিছুই করতে পারি না। কি যে সমস্যা!!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File