মডারেটর মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি
লিখেছেন লিখেছেন মোঃ ওহিদুল ইসলাম ৩০ সেপ্টেম্বর, ২০১৫, ১১:২৩:১৮ সকাল
গতকাল টুডে ব্লগের জনপ্রিয় ব্লগার আবু আশফাক ভাই একটি মন্তব্য করেছেন আমার একটি পোস্টেঃ
পোস্টটির লিংকঃ http://www.bd-monitor.net/blog/blogdetail/detail/1980/ohidul/69994#.VgtwaV5mjIV
মন্তব্যটির গুরুত্বপূর্ণ অংশটি নিম্নরূপঃ
ওহিদ ভাই, আমি পোস্ট দিতে পারছি না, বুঝতেও পারছি না কেন দেয়া যাচ্ছে না। হেডলাইন নেয় না, লিংক নেয় না ইত্যাদি সমস্যা।
তাই যদি কিছু মনে না করেন, তাহলে উপরোক্ত কথাগুলোর মাধ্যমে একটি পোস্ট দিলে উপকৃত হবো।
আবু আশফাক ভাইয়ের ব্লগ লিংকঃ http://www.bd-monitor.net/blog/blogdetail/bloglist/2197/naim
উপরোক্ত বিষয়ে সম্মানিত মডারেটর মহোদয় এর দৃষ্টি আকর্ষণ করছি। এছাড়া ব্লগে পোস্টকৃত ছবি নিয়েও একটি সমস্যার কথা উল্লেখ করেছিলাম। কিছুদিন পর ছবিগুলি নষ্ট হয়ে যাচ্ছে। আমার পোস্ট করা প্রচুর ছবি নষ্ট হয়েছে, আমার প্রোপিকটাও নষ্ট হয়েছে।
এসব বিষয়ে সমাধান এর জন্য মডারেটর মহোদয়ের আশু হস্তক্ষেপ কামনা করছি।
বিষয়: বিবিধ
১১০৭ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন