‎সহজ‬ ভাষায় আয়কর (প্রথম পর্ব)

লিখেছেন লিখেছেন মোঃ ওহিদুল ইসলাম ১৫ সেপ্টেম্বর, ২০১৫, ১১:০১:৪৫ সকাল

ব্যক্তিশ্রেণীর করদাতাদের আয়কর জমা দেয়ার শেষ তারিখ ৩০ শে সেপ্টেম্বর। একটু সহজে ও ঝামেলামুক্তভাবে আয়কর প্রদানের জন্য বেছে নিতে পারেন আয়কর মেলা। আগামীকাল হতে শুরু হয়ে ২২ শে সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম ও বিভাগীয় শহরগুলি ছাড়াও জেলা শহরগুলিতেও চলবে এই আয়কর মেলা।

ব্যক্তিশ্রেণীর করদাতারা বেশিরভাগই Section 82BB এর আওতায় Universal Self Assessment প্রকৃয়ায় রিটার্ন সাবমিট করেন।

কারা আয়কর দিবেনঃ As per Section 75, "if his (assesse) total income during the income year exceeded the ‪#‎maximum‬ amount which is not chargeable to tax under this Ordinance, or if he was assessed to tax for any one of the three years immediately preceding that income year".

এখানে “maximum amount which is not chargeable to tax” এর সংজ্ঞা কি? আলোচনা করা যাক।

-ব্যক্তিশ্রেণীর সাধারণ করদাতাদের ক্ষেত্রে এই সীমা ২,৫০,০০০ টাকা।

- মহিলা করদাতা এবং ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের করদাতাদের ক্ষেত্রে ৩,০০,০০০ টাকা পর্যন্ত আয় করমুক্ত।

- প্রতিবন্ধী করদাতাদের ক্ষেত্রে এটি ৩,৭৫,০০০ টাকা পর্যন্ত এবং

- গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য এই সীমা ৪,২৫,০০০ টাকা পর্যন্ত।

অর্থাৎ সংশ্লিষ্ট ব্যক্তির মোট ‪‎করযোগ্য‬ আয় উক্ত সীমা অতিক্রম করলে তাকে আয়কর দিতে হবে।

এখন প্রশ্ন জাগা স্বাভাবিক মোট আয়মোট করযোগ্য আয়ের মধ্যে পার্থক্য কি? আপনার সকল আয় করযোগ্য আয় নয়। আপনার মোট বার্ষিক আয় ৪,০০,০০০ টাকা হলেও আপনার কর প্রদান করতে হবে না যদি আপনার করযোগ্য আয় ২,৫০,০০০ টাকার কম হয় (ব্যক্তিশ্রেণীর সাধারণ করদাতার ক্ষেত্রে)।

আয়ের মোট খাত ১০ টিঃ

১। বেতন খাতে আয় (ধারা ২১),

২। সিকিউরিটির সুদ খাতে আয় (ধারা ২২ ও ২৩),

৩। গৃহসম্পত্তি খাতে আয় (ধারা ২৪ ও ২৫),

৪। কৃষিখাতে আয় (ধারা ২৬ ও ২৭),

৫। ব্যবসা বা পেশাখাতে আয় (ধারা ২৮ হতে ৩০),

৬। অংশীদারী কারবারের আয়,

৭। স্বামী/স্ত্রী ও নাবালক সন্তানের আয় (ধারা ৪৩),

৮। মূলধনী লাভ হতে আয় (ধারা ৩১ ও ৩২),

৯। বৈদেশিক আয়,

১০। অন্যান্য খাতে আয় (ধারা ৩৩)।

(চলবে........., পরবর্তী পর্বে সাধারণ ব্যক্তিশ্রেণীর করদাতাদের করনির্ধারণ ও রিটার্ন ফরম পূরণ সম্পর্কে আলোচনা করা হবে)।

লেখকঃ আয়কর উপদেষ্টা।

বিষয়: বিবিধ

১৫৬৩ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

341814
১৫ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:১৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আয়কর বিষয়টিকে জটিল করে রাখার একমাত্র কারন আয়কর উকিল দের আয় বৃদ্ধি আর কর্মকর্তাদের ঘুষ বৃদ্ধি!!
১৫ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:৩৮
283116
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : হাহাহা, হয়তো। আমি আয়কর উকিল কিন্তু এটিকে ফুলটাইম পেশা হিসেবে নেওয়ার সাহস হয় নি বিভিন্ন কারণে।Happy Happy
341817
১৫ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:২৩
মোহাম্মদ লোকমান লিখেছেন : প্রয়োজনীয় পোস্টটির জন্য অনেক ধন্যবাদ।

৩। গৃহসম্পত্তি খাতে আয় (ধারা ২৪ ও ২৫)উপর বিস্তারিত জানতে চাই।
১৫ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:৫৫
283120
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : আপনার আগ্রহের জন্য ধন্যবাদ। একটি গাণিতিক সমস্যা সমাধানের মাধ্যমে আলোচনা করছি।

ধরুণ, আপনার একটি বাড়ি আছে এবং সেটি ভাড়া বাবত আপনি মাসে ৫০,০০০ টাকা আয় করেন। বাড়িটি দুই মাস খালি ছিল। আপনি উক্ত বছরে ১২,০০০ টাকা ভূমি উন্নয়ন কর পরিশোধ করেছেন এবং উক্ত বাড়ি নির্মাণ এর জন্য ঋণ নেয়ার কারণে ঋণের সুদ (শুধুমাত্র সুদ বা লাভ, সম্পূর্ণ কিস্তি নয়) হিসেবে পরিশোধ করেছেন ২৫,০০০ টাকা। এখন আপনার গৃহসম্পত্তি খাতে আয় নিরূপণ হবে নিম্নরূপ ভাবেঃ
বার্ষিক ভাড়াঃ ৫০,০০০x১২ = ৬,০০,০০০/=

বাদঃ
মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ
(ভাড়ামূল্যের ২৫%, প্রকৃত খরচ যাই হোক না কেন। বাড়িটি বাণিজ্যিক কাজে ব্যবহৃত হলে এ হার ৩০%)= ১,৫০,০০০/=
ভূমি উন্নয়ন কর= ১২,০০০/=
ঋণের সুদ = ২৫,০০০/=
শূণ্যতা ভাতা (দু মাস খালি থাকার দরুণ)=
৫০,০০০x২=১,০০,০০০/=
মোট খরচ কর্তন = ২,৮৭,০০০/=

গৃহসম্পত্তি খাতে নীট আয় = ৩,১৩,০০০/=
341856
১৫ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০৩:০০
আবু জান্নাত লিখেছেন : এত কথা মাথায় ধরে না। ধন্যবাদ ভাই।
১৬ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:২৪
283335
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : সহজ ভাষায় বলেছি। পরে কাজে লাগতে পারে। জাযাকাল্লাহ খাইরান।
341875
১৫ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০৩:৫৯
ডক্টর সালেহ মতীন লিখেছেন : চমৎকার এবং নির্ভরযোগ্য তথ্য সম্বলিত দরকারী এই পোস্টের জন্য প্রিয় ওহিদ ভাইকে অনেক দন্যবাদ।
১৬ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:২৭
283337
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : মূল কৃতিত্ব আপনার। এ বিষয়ে আপনার চমৎকার লেখাটি দেখে আমিও কিছু লেখার জন্য অনুপ্রাণিত হই। জাযাকাল্লাহ খাইরান প্রিয় সালেহ মতীন ভাই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File